আলু-পেঁপে দিয়ে মুরগীর ঝোল (aloo pepe diye moorgir jhol recipe in Bengali)

Arpita Pal
Arpita Pal @cook_19991100
কলকাতা

আলু-পেঁপে দিয়ে মুরগীর ঝোল (aloo pepe diye moorgir jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4 জন
  1. 500 গ্রামমুরগীর মাংস
  2. 8-10 টুকরোকাঁচা পেঁপে
  3. 5-6 টুকরোআলু
  4. 1টি মাঝারি পেঁয়াজ কুচনো(ঝোল ঘন চাইলে, পেঁয়াজ বেশি লাগবে)
  5. 1টি মাঝারি টমেটো কুচনো
  6. 1.5 চা চামচআদা বাটা
  7. 2 চা চামচরসুন বাটা
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1.5 চা চামচজিরে গুঁড়ো
  10. 1/2 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  11. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  12. 1 চা চামচঘি(ঐচ্ছিক)
  13. স্বাদমতোনুন ও চিনি
  14. 80 মিলি .লিসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কাঁচা সবজি, মাংস সব ভালো করে ধুয়ে নিন।

  2. 2

    কড়াই গরম করে তাতে তেল দিন। আলু ও পেঁপে গুলো অল্প নুন ও একটু হলুদ দিয়ে একে একে ভেজে তুলে নিন।

  3. 3

    ওই তেল এই পেঁয়াজ কুচি দিয়ে, অল্প নুন দিয়ে ভালো করে ভাজুন। পেঁয়াজ ভাজা হয়ে এলে টমেটো কুচি দিন। এবার গরম মশলা ও ঘী বাদে বাকি সব বাটা এবং গুঁড়ো মশলা গুলো দিয়ে দিন। অল্প কষান। এইবার মাংসগুলো ছাড়ুন। উচ্চ আঁচে 5 মিনিট রান্না করুন। এরপর মাঝারি আঁচে ভালো করে কষান।

  4. 4

    কষানো হয়ে গেলে ঝোলের প্রয়োজন অনুযায়ী জল দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা আলু, পেঁপেগুলো দিয়ে দিন। মৃদু আঁচে ভালো করে সেদ্ধ হতে দিন।

  5. 5

    সিদ্ধ হয়ে গেলে আঁচ বাড়িয়ে একটু টগবগ করে ফুটিয়ে নিন।

  6. 6

    গ্যাস বন্ধ করুন। গরম মশলা ও ইচ্ছে হলে একটু ঘী ছড়িয়ে চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন।

  7. 7

    ব্যাস গরম গরম ভাত আর মাংসের ঝোল নিয়ে খেতে বসে পড়ুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Pal
Arpita Pal @cook_19991100
কলকাতা
হোমবেকার।তাছাড়া রান্না করতেও খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes