বাসন্তি পোলাও

Rimpa Bose Deb
Rimpa Bose Deb @cook_12406255
Pune

#ঐতিহ্যগত_বাঙালি_রান্না
দুর্গাপুজোর ভোগের অন্যতম পদ বাসন্তি পোলাও। বাঙালির সব উত্‍সবে বাসন্তি পোলাওয়ের স্থান বরাবরই ওপরের দিকে।

বাসন্তি পোলাও

#ঐতিহ্যগত_বাঙালি_রান্না
দুর্গাপুজোর ভোগের অন্যতম পদ বাসন্তি পোলাও। বাঙালির সব উত্‍সবে বাসন্তি পোলাওয়ের স্থান বরাবরই ওপরের দিকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15-20 মিনিট
4 জন
  1. 500 গ্রামগোবিন্দভোগ চাল
  2. 100 গ্রামঘি
  3. 35 গ্রামকিসমিস
  4. 35 গ্রামকাজু বাদাম
  5. স্বাদমতনুন
  6. 2 টেবিল চামচচিনি
  7. 1 চা চামচআদা কুচি
  8. 30 গ্রামগোটা গরম মশলা
  9. 1 চা চামচহলুদ গুড়া
  10. 4-5 টাতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

15-20 মিনিট
  1. 1

    প্রথমে চাল টা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর একটা বর পাত্রে জল ঝরানো চাল টা নিয়ে একে একে সমস্ত উপকরন (কাজু, নুন ও চিনি বাদে) দিয়ে চালের সাথে ভাল করে মেখে নিতে হবে ও 1 ঘন্টা রেখে দিতে হবে। এক্ষেত্রে 75 গ্রাম ঘি ব্যবহার হবে।

  3. 3

    করায় বাকি ঘি দিয়ে ওতে কাজু বাদাম দিয়ে হালকা ভেজে ওতে মেখে রাখা চাল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    2 মিনিট রান্না করার পর গরম জল দিয়ে ভাল করে নেড়ে নুন ও চিনি মিশিয়ে চাপা দিয়ে ঢিমে আঁচে রান্না করতে হবে 10 মিনিট। এক্ষেত্রে 100 গ্রাম জল লাগবে।

  5. 5

    10 মিনিট পর গ্যাস বন্ধ করে ভাল করে নেড়ে গরম গরম মটন কোর্মা দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rimpa Bose Deb
Rimpa Bose Deb @cook_12406255
Pune
Cooking is my pation
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes