ক্রিস্পি ক্রান্চি জিলিপি

স্বপ্নাদর্শী পম্পি
স্বপ্নাদর্শী পম্পি @cook_17348560

বৃষ্টি ঝরা সন্ধ্যায় চা এর সাথে নিজে হাতে বানানো মুচমুচে জিলিপি সকলের কাছে নিশ্চিত তৃপ্তি দায়ক এব্ং নিজের কাছে তো অবশ্যই ।

ক্রিস্পি ক্রান্চি জিলিপি

বৃষ্টি ঝরা সন্ধ্যায় চা এর সাথে নিজে হাতে বানানো মুচমুচে জিলিপি সকলের কাছে নিশ্চিত তৃপ্তি দায়ক এব্ং নিজের কাছে তো অবশ্যই ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

ছয় জনের
  1. 1 কাপসুজি
  2. 1/4 কাপ ময়দা
  3. 1/2 চা চামচ বেকিং পাউডার
  4. 2 কাপ চিনি
  5. 1-2 টুকরো দারচিনি
  6. 3টেবিল চামচ দই
  7. প্রয়োজন অনুযায়ীভাজার জন্যে তেল বা ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সুজি ময়দা দই বেকিং সোডা ও সামান্য জল দিয়ে মোটা ঘন একটা ব্যাটার বানিয়ে 45মিনিট ফ্রিজে রেখে দিন ॥

  2. 2

    চিনির সাথে দেড় কাপ জল দিয়ে ফুট তে দিন এক তার না আসা পর্যন্ত॥ ঘন হয়ে এলে কয়েক টুকরো দারচিনি দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিন॥ ব্যস সিরা প্রস্তুত ॥

  3. 3

    এবার একটা ফ্রাইপ্যানে বা কড়া তে সাদা তেল অথবা ঘি দিয়ে গরম করতে দিন ॥ ভালো মতো গরম হয়ে গেলে একটা কোন এর মধ্যে ব্যাটার নিয়ে কোনের মাথাটা ছোট করে কেটে তেলে জিলিপির আকারে ভাজুন । একটু লাল করে ভেজে সিরা তে ডুবিয়ে রাখুন দু মিনিট এবার সিরা থেকে তুলে নিন । গরম চা এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
স্বপ্নাদর্শী পম্পি

মন্তব্যগুলি

Similar Recipes