জিলিপি(jilipi recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#ফেব্রুয়ারি৫

জিলিপি(jilipi recipe in Bengali)

#ফেব্রুয়ারি৫

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
  1. ১কাপসুজি
  2. ১/৪ কাপময়দা
  3. ১/২ চা চামচবেকিং পাউডার
  4. পরিমাণ মতভাজার জন্য ঘি,সাদা তেল মিশিয়ে।
  5. ২টো ছোট এলাচ থেঁতো করা।
  6. ১ কাপটক দই
  7. পরিমাণ মতোজল
  8. ১ চিমটিহলুদ রং
  9. ২ কাপচিনি

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    চিনি তে দেড় কাপ জল দিয়ে ফুটিয়ে নিতে হবে, একটু ছিপছিপে হবে সিরা টা।

  2. 2

    এদিকে সুজি, ময়দা, বেকিং পাউডার দই দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে একটু জল মেশাতে হবে। এটা কে এইভাবে ১০মিনিট ঢেকে রাখতে হবে।

  3. 3

    ১০মিনিট পর সুজি টা ফুলে বাআটার টা ঘন হয়ে এলে একটু জল দিতে হবে। এতে এবার কালার টা মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এবার একটা দুধের পাকেট কে কোণ বানিয়ে ওতে বাআটারে ঢেলে মুখ টা বন্ধ করতে হবে।

  5. 5

    খড়ম ঘি আর তেলের মধ্যে ঐ কোণ থেকে গোল গোল ঘুরিয়ে জিলিপি বানাতে হবে। এই সময় মিডিয়াম আঁচে ভাজতে হবে ।

  6. 6

    ভাজা জিলিপি গুলো খড়ম সিরিয়াস ডুবিয়ে ৫মিনিট রেখে তুলে নিতে হবে।
    তৈরি হয়ে গেলো খড়ম খড়ম জিলিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes