ছানার জিলিপি(Chanar jilipi recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#ebook2
বাংলা নববর্ষ সুচনা মানে মিস্টিমুখ,
আর তা যদি নিজের হাতের বানানো ছানার জিলিপি হয়, তাহলে তো কথাই নেই।

ছানার জিলিপি(Chanar jilipi recipe in Bengali)

#ebook2
বাংলা নববর্ষ সুচনা মানে মিস্টিমুখ,
আর তা যদি নিজের হাতের বানানো ছানার জিলিপি হয়, তাহলে তো কথাই নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3জনের জন্য
  1. 1/2 লিদুধ
  2. 2 চা চামচময়দা
  3. 1 চা চামচসুজি
  4. 1 কাপচিনি
  5. 1 চিমটিবেকিং সোডা
  6. 1/4 চামচঘি
  7. প্রয়োজন অনুযায়ীভিনিগার
  8. 2-3টি আমন্ড কুচি সাজানোর জন্য
  9. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    দুধ ফুটিয়ে ভিনিগার মিশিয়ে ছানা কাটিয়ে নিতে হবে। ছানা ছেঁকে জল বার করে নিতে হবে।

  2. 2

    ছানা, ময়দা সুজি, বেকিং সোডা ও ঘি মিশিয়ে ভাল করে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে।এবার পাঁচ থেকে সাত মিনিট ভালো করে থেসে নিতে হবে।

  3. 3

    এবার ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে। এবার হাতের সাহায্য লম্বা আকারে বানিয়ে পেঁচিয়ে জিলিপির আকারে বানিয়ে নিতে হবে।

  4. 4

    তেল গরম করে জিলিপি গুলি গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে।

  5. 5

    এরপর কড়াতে এক কাপ জল, এক কাপ চিনি দিয়ে রস তৈরি করে নিতে হবে। তারপর ভাজা জিলিপি গুলি দিয়ে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর ভালো করে রস ঢুকলে, রস থেকে তূলে আমন্ড কুচি সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes