ইন্সট্যান্ট জিলিপি (Instant jilipi recipe in Bengali)

Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal

#ebook2 রথের দিনে জিলিপি র স্বাদ পেতে খুব কম উপকরণ দিয়ে আর চটজলদি বানিয়ে ফেলুন এই জিলিপি।

ইন্সট্যান্ট জিলিপি (Instant jilipi recipe in Bengali)

#ebook2 রথের দিনে জিলিপি র স্বাদ পেতে খুব কম উপকরণ দিয়ে আর চটজলদি বানিয়ে ফেলুন এই জিলিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
  1. ১ কাপ ময়দা
  2. ২ টেবিল চামচ টক দই
  3. ১ টেবিল চামচ ঘি
  4. ১/২ চা চামচ খাবার সোডা
  5. ১ কাপ চিনি
  6. ৪ টে এলাচ
  7. 1 চিমটিকেসর
  8. পরিমাণ মতসাদা তেল বা ঘি ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    ময়দা, দই, খাবার সোডা, ঘি আর জল দিয়ে মেখে সেমিকনসিসটেন্সি র একটা ব্যাটার বানিয়ে নিতে হবে।

  2. 2

    ব্যাটার টা খুব ভালো করে ফেটাতে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে ১৫ মিনিট।

  3. 3

    চিনি র রস বানানো র জন্য ১ কাপ চিনি আর ১ কাপের একটু কম জল মিশিয়ে ফুটিয়ে নেব। দিয়ে দেব এলাচ আর কেসর। দুটো আঙ্গুল এর মধ্যে সিরা টা নিয়ে দেখে নিতে হবে এটা এক তারের কাছাকাছি হয়েছে কিনা। এক তারের কাছাকাছি কনসিসটেন্সি এলে নামিয়ে রাখব।

  4. 4

    এবার একটা ফ্ল্যাট বেস ফ্রাইং প্যান এ তেল বা ঘি গরম করতে হবে। ব্যাটার টা একটা সস এর স্কুইজ বোতল বা দুধের খালি প্যাকেটে ভরে নেব। দুধের প্যাকেটে ভরলে উপর টা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেব আর নিচের অংশ টা কাঁচি দিয়ে কেটে ছোট একটা ফুটো করে নেব।

  5. 5

    এবার তেল র উপর জিলিপি র মত বানিয়ে নেব। খানিকক্ষণ পর এটা তেলে ভেসে উঠবে। তখন উল্টে দিতে হবে। তার পর উল্টে পাল্টে দুই পিঠ মচমচে করে ভেজে তুলে নেব। আর রসে ডুবিয়ে রাখব ৫ মিনিট তারপর তুলে নেব। খেয়াল রাখতে হবে রস টা যেন হালকা গরম থাকে, ঠান্ডা হয়েগেলে একটু গরম করে নিতে হবে। এইভাবে বাকি গুলো ভেজে রসে ডুবিয়ে নিলেই রেডি জিলিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal
cooking is my passion...
আরও পড়ুন

Similar Recipes