ওয়ার্ম পুরণপোলি র‍্যাপড ইন ফ্রেঞ্চ ক্রেপ অন্ড সর্ভড উইথ কোল্ড অ্যান্ড ক্রিমি সুইট সস

Anindya Roy Chowdhury
Anindya Roy Chowdhury @anindyarc
Kolkata

#টুইস্টঅফটেস্ট
#ফিউসন
মহারাস্টিআন, অন্ধ্র, কর্ণাটকি বিখ্যাত পুরণপোলি কে ফ্রেঞ্চ ক্রেপ এর মধ্য জড়িয়ে স্ট্রবেরি সস ও চিল্ড গুড় ও কনডেন্সড মিল্কের সস সহকার এ পরিবেশন করতে হবে। ফ্রেঞ্চ ক্রেপ একটি অতি জনপ্রিয় মিষ্টি জলখাবার ফরাসি দের। আমেরিকানরা হ্যাম বা সসেজের সঙ্গে ক্রেপ দিয়া খে থাকে। এটি একটি অতি উপদেও সুইট দিশ। উষ্ণ গরম ক্রেপ পুরণপোলির সঙ্গে ঠাণ্ডা ক্রীম সস দিয়ে অপূর্ব খেতে লাগে।

ওয়ার্ম পুরণপোলি র‍্যাপড ইন ফ্রেঞ্চ ক্রেপ অন্ড সর্ভড উইথ কোল্ড অ্যান্ড ক্রিমি সুইট সস

#টুইস্টঅফটেস্ট
#ফিউসন
মহারাস্টিআন, অন্ধ্র, কর্ণাটকি বিখ্যাত পুরণপোলি কে ফ্রেঞ্চ ক্রেপ এর মধ্য জড়িয়ে স্ট্রবেরি সস ও চিল্ড গুড় ও কনডেন্সড মিল্কের সস সহকার এ পরিবেশন করতে হবে। ফ্রেঞ্চ ক্রেপ একটি অতি জনপ্রিয় মিষ্টি জলখাবার ফরাসি দের। আমেরিকানরা হ্যাম বা সসেজের সঙ্গে ক্রেপ দিয়া খে থাকে। এটি একটি অতি উপদেও সুইট দিশ। উষ্ণ গরম ক্রেপ পুরণপোলির সঙ্গে ঠাণ্ডা ক্রীম সস দিয়ে অপূর্ব খেতে লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ক্রেপ র উপকরণ:
  2. ১কাপময়দা
  3. ১ .৫ কাপদুধ
  4. ১টেবিল চামচচিনি
  5. ২টিতেজপাতা
  6. ১টেবিল ঘি
  7. গুড় আর সসের উপকরণ:
  8. ১/২কাপগুড়
  9. ১/২কাপকনডেন্সড মিল্ক
  10. মাখন ২চামচ
  11. পরিমাণ মতোদুধ
  12. পুরণপোলি করার উপকরণ:
  13. ১/২কাপভেজানো ছোলা র ডাল
  14. ১/২কাপগুড়
  15. ২টিতেজপাতা
  16. ১টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা মিক্সিং বোলে ময়দা বাদে ক্রেপর সব উপকরণ ভালো করে ফেটিয়ে নিতে হবে।এর পর ময়দা টা চেলে নিয়ে নুন মিশিয়ে ডিমের গোলায় ঢেলে সব ফেটাতে হবে।এবার ঢাকা দিয়ে ফ্রীজে সারা রাত রেখে দিতে হবে।পরদিন একটা ফ্ল্যাট প্যান এ মাখন ব্রাশ করে এক হাতা ঢেলে সমান করে সাথে সাথে ছড়িয়ে হাই ফ্লেমে এপিঠ ওপিঠ করে নামিয়ে নিতে হবে ।এই ভাবে সব কটি ক্রেপ ভেজে নিতে হবে।

  2. 2

    পুরণপোলি র পদ্ধতি: ছোলার ডাল কে ৩-৪ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসারে ২টো সিটি দিয়ে আঁচ কম করে ২মিনিট রেখে গ্যাস বন্ধ করতে হবে।সেদ্ধ করা র সময় ১চিমটে হলুদ আর জল দিয়ে সেদ্ধ করতে হবে।ঠান্ডা হলে কুকার খুলে জলটা ছেকে নিতে হবে।এবার হ্যান্ড ম্যাসারে ম্যাস করে তারপর মিক্সী তে পেস্ট করতে হবে প্রয়োজনে সামান্য দুধ দিতে হবে। কড়াইয়ে সামান্য জল দিয়ে গুড় গলিয়ে সব কিছু দিয়ে সুকনো পুর তৈরি করতে হবে।

  3. 3

    পুরণপোলির পুর তৈরি হচ্ছে।

  4. 4

    সুইট সস তৈরির পদ্ধতি: প্যানে সামান্য জল দিয়ে দুধ বাদে সসের সব উপকরণ দিয়ে ফোটাতে হবে।ফুটে উঠলে প্রয়োজন মতন দুধ দিয়ে ঘন সস্ তৈরি করে নিতে হবে। সস টাকে তারপর কনডেন্সড মিল্ক ও স্ট্রেবেরি সস সহকারে ২ ঘণ্টা ফ্রীজ করতে হবে। তারপর উষ্ণ গরম ক্রেপড পুরণপোলি সহকারে পরিবেশন করতে হবে। ঠাণ্ডা গরমের মেলবন্ধন সুন্দর এক ভোজনের অভিজ্ঞতা দেবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anindya Roy Chowdhury
Kolkata
An Educationist! E-commerce and cooking is my passion. Having my own college.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes