আপেল রোস স্ট্রবেরি জ্যাম জিলিং টার্ট (apple rose strawberry jam filling tart recipe in Bengali)

Bhowmik Kamalika
Bhowmik Kamalika @cook_13469604
Hyderabad

# ফলদিয়েরান্না
একটি নতুনত্ব ডেজার্ট ছোট বড় সবার খুব ভালো লাগবে

আপেল রোস স্ট্রবেরি জ্যাম জিলিং টার্ট (apple rose strawberry jam filling tart recipe in Bengali)

# ফলদিয়েরান্না
একটি নতুনত্ব ডেজার্ট ছোট বড় সবার খুব ভালো লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জন
  1. 1 কাপময়দা
  2. 1/2কাপ ঠান্ডা বাটার
  3. 3টেবিল চামচ গুঁড়ো চিনি
  4. 1টা ডিম
  5. 4টি ডিমের কুসুম
  6. 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স
  7. 1/2 কাপফ্রেশ ক্রিম
  8. 1/2 কাপদুধ
  9. 2চা চামচ কর্নফ্লাওয়ার
  10. 4টেবিল চামচ স্ট্রবেরি জ্যাম
  11. 2চা চামচ জল
  12. 1/2কমলার রস
  13. 2 টো আপেল সরু করে কাটা
  14. 1/2 কাপগলানো বাটার/ মাখন
  15. 3টেবিল চামচ চিনি
  16. 1 ফোঁটা লাল খাবার রং
  17. 1টি টুথপিক

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে 160℃ ওভেন প্রি হিট করে নিন

  2. 2

    এরপর একটি পাত্রে ময়দা ব্যাটার গুঁড়ো চিনি ভালো করে মিশিয়ে তার সাথে অল্প জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিন

  3. 3

    এবার ছোট কাপ কেক মোল্ড নিয়ে তা বাটার দিয়ে ভালো করে গ্রিস করে নিন

  4. 4

    এবার ময়দার ডো টিকে বাটার পেপারের সাহায্যে ভালো করে গোল মোটা রুটির মতো বলে নিন।

  5. 5

    এবার রুটি থেকে কাপ কেক মোল্ডের আকারে কেটে ভালো করে চেপে মোল্ড গুলিয়ে বসিয়ে দিতে হবে।এবং একটি কাটা চামচের সাহায্যে ভালো করে ফুটো করে দিতে হবে যাতে ফুলে না ওঠে বেক করার সময়।

  6. 6

    এবার প্রি হিট করা ওভেন এ 180℃ 20মিনিট বেক করুন যতক্ষণ তা গোল্ডেন ব্রাউন হচ্ছে।

  7. 7

    অন্যদিকে গ্যাস জ্বালিয়ে জ্যাম ও জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে হালকা আঁচে।

  8. 8

    এবার অন্য একটি সসপ্যানে ডিমের কুসুম,চিনি ও দুধ দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস জ্বালিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে।মিশ্রণটি ফুটে আসলে তাতে কর্নফ্লাওয়ার ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  9. 9

    মিশ্রণটি ঘন কাস্টার্ড এর মত হয়ে আসলে তাতে ফ্রেশ ক্রিম মিশিয়ে গ্যাস বন্ধ করে নিয়ে নামিয়ে নিন।

  10. 10

    এবার আপেল গুলো শুরু শুরু করে কেটে নিতে হবে যাতে সব গুলো টুকরো সমান মাপের হয়।

  11. 11

    এবার একটি পাত্রে কমলার রস,গলানো বাটার, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তাতে শুরু করে কেটে রাখা আপেলের টুকরো গুলো 15মিনিট ডুবিয়ে রাখতে হবে।

  12. 12

    খেয়াল রাখতে হবে গলানো বাটার এর উষ্ণতা যেন খুব বেশি গরম না হয়,উষ্ণ গরম থাকে।

  13. 13

    এবার তৈরি করে রাখা টার্ট এর ওপর জ্যাম দিয়ে ভালো করে ব্রাশ করে দিতে হবে

  14. 14

    এরপর টার্ট গুলির মধ্যে তৈরি করে রাখা ডিমের কাস্টার্ড ফিলিং দিয়ে ভরে দিতে হবে।

  15. 15

    এবকর কমলা রস ও বাটার এর মধ্যে চুবিয়ে রাখা আপেল এর টুকরো গুলি তুলে একটি প্লেটে তুলে 5মিনিট রেখে দিতে হবে।

  16. 16

    এবার এই শুরু শুরু করে কাটা আপেলের টুকরো গুলি দিয়ে ছোট ছোট গোলাপ বানিয়ে টার্ট ও কাস্টার্ড ফিলিং এর ওপর বসিয়ে দিতে হবে।

  17. 17

    টুথপিকের সাহায্যে লাল রং গুলি ধরে ধরে লাগিয়ে দিতে হবে।তবে না চাইলে নাও দিতে পারেন

  18. 18

    এবার ফ্রিজ এ রেখে ঠান্ডা করে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bhowmik Kamalika
Bhowmik Kamalika @cook_13469604
Hyderabad

মন্তব্যগুলি

Similar Recipes