তাওয়া কুলচা (tawa kulcha recipe in Bengali)

Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991



#ময়দার রেসিপি

তাওয়া কুলচা (tawa kulcha recipe in Bengali)



#ময়দার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
2 জন
  1. 2 কাপময়দা
  2. 1/4 কাপকুসুম গরম জল
  3. 1/2টেবিল চামচ চিনি
  4. 1চা চামচ ড্রাই ইস্ট
  5. 3/4চা চামচ লবন
  6. 1টেবিল চামচ তেল
  7. 1টেবিল চামচ টকদই
  8. 2টেবিল চামচ ধনেপাতা
  9. 1/2চা চামচ কালোজিরে
  10. পরিমান মতো বাটার / মাখন(তাওয়া ব্রাশ করার জন্য)

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে একটি বাটিতে কুসুম গরম জল নিয়ে তাতে চিনি ও ড্রাই ইস্ট দিয়ে ভালো করে মেশাতে হবে। 10 মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    একটি পাত্রে ময়দা নিতে হবে। তারপর একে একে লবন,তেল,দই এবং আগে থেকে বানিয়ে রাখা ইস্টের লিকুইড দিতে হবে।

  3. 3

    সব উপকরণ ভালো করে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ভালো করে ঢেকে 2 ঘন্টা মতো রেখে দিতে হবে।

  4. 4

    আমার যে পরিমান ডো হয়েছে তার থেকে 4 টে মতো কুলচা হবে,তাই সমান 4 টে ভাগে ভাগ করে নিয়েছি। তবে ইচ্ছে মতো আকারে ভাগ করতে পারেন।

  5. 5

    এরপর হালকা করে ময়দা ছিটিয়ে লুচির আকারে কুলচা গুলো বানিয়ে নিতে হবে।তবে লুচির চেয়ে একটু মোটা হবে। উপরে ধনেপাতা ও কালোজিরে ছড়িয়ে দিয়ে ফের হালকা করে বেলে নিতে হবে।

  6. 6

    একটি তাওয়া বা প্যান নিতে হবে। তাতে একটু বাটার ব্রাশ করে কুলচা গুলো এপিঠ ওপিঠ করে সেকে নিতে হবে।

  7. 7

    তাহলেই রেডি "তাওয়া কুলচা"। গরম গরম পরিবেশন করুন যেকোনো আমিষ/নিরামিষ তরকারির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

মন্তব্যগুলি

Similar Recipes