লাঞ্চ থালি (lunch thali recipe in Bengali)

Priya Das
Priya Das @cook_12735498

#লাঞ্চ রেসিপি
থালিতে আছে ভাত,বেগুন ভাজা,আলু পটল দিয়ে পোনা মাছের ঝোল আর টমেটোর চাটনি।

লাঞ্চ থালি (lunch thali recipe in Bengali)

#লাঞ্চ রেসিপি
থালিতে আছে ভাত,বেগুন ভাজা,আলু পটল দিয়ে পোনা মাছের ঝোল আর টমেটোর চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
4জন
  1. 500 গ্রামপোনা মাছ পিস কেটে নেওয়া
  2. 2টি আলু লম্বা করে কেটে নেওয়া
  3. 4টে পটল আড়াআড়ি করে কেটে নেওয়া
  4. 1টা টমেটো কুঁচি
  5. 1চা চামচ জিরে
  6. 3টে শুকোনো লঙ্কা
  7. 1/2চা চামচ কালোজিরে
  8. 1চা চামচ হলুদ গুঁড়ো
  9. 1চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. স্বাদ মতো নুন
  12. 100 গ্রামসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো নুন হলুদ মেখে ভেজে নিতে হবে।পটল গুলো ভেজে নিতে হবে।আর শুকনো খোলায় 2টি শুকনো লঙ্কা আর সাদা জিরে ভেজে রাখতে হবে।

  2. 2

    এবার করাতে তেল গরম করে শুকনো লঙ্কা,কালোজিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে ভাজতে হবে।

  3. 3

    আলু ভাজা হলে একটা বাটিতে একটু জলে গুলে লঙ্কা গুড়ো হলুদ গুড়ো নুন দিয়ে নাড়তে হবে,

  4. 4

    টমেটো কুঁচি দিয়ে আঁচ কমিয়ে ঢেকে কষাতে হইবে,পটল গুলি দিয়ে ভালো করে কষাতে হবে।

  5. 5

    তেল ছেড়ে গেলে পরিমাণ মত ঝোল দিয়ে দিতে হবে ফুটে উঠলে আছ কমিয়ে রান্না করতে হবে।

  6. 6

    আলু মোটামুটি সেদ্ধ হলে ভেজে রাখা মাছ গুলি দিয়ে দিতে হবে।

  7. 7

    ঝোলে র পরিমাণ ঠিক হলে ভেজে রাখা জিরে লঙ্কা বেটে মিশিয়ে দিতে হবে।আলু পটল নরম হলেই রেডি জিরে বাটায় মাছ আলু পটলের পাতলা টেস্টি ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priya Das
Priya Das @cook_12735498

Similar Recipes