বসন্ত থালি (basonto thali recipe in Bengali)

Shilpi Biswas
Shilpi Biswas @cook_16008321

#লাঞ্চ রেসিপি
বসন্ত থালিতে রয়েছে বেগুন ভাজা, ডালের বড়ি ভাজা, সজনে ডাটা দিয়ে মুখ ডাল, ডাটা বড়ির ঝোল, মসলা চিংড়ি, পটলের রেজালা , জল টক।

বসন্ত থালি (basonto thali recipe in Bengali)

#লাঞ্চ রেসিপি
বসন্ত থালিতে রয়েছে বেগুন ভাজা, ডালের বড়ি ভাজা, সজনে ডাটা দিয়ে মুখ ডাল, ডাটা বড়ির ঝোল, মসলা চিংড়ি, পটলের রেজালা , জল টক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. মশলা চিংড়ি
  2. ১কাপ চিংড়ি মাছ
  3. ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১/২ চা চামচ ধনে গুঁড়া
  6. ১/২ চা চামচ জিরা গুঁড়া
  7. ১/২ চা চামচ লংকা বাটা
  8. ২ টেবিল চামচ সর্ষে তেল
  9. স্বাদমতো নুন
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১কাপ জল
  12. পটলের রেজালা
  13. ১০ টা পটল
  14. ১/২ কাপ পেঁয়াজ কুঁচি
  15. ১ চা চামচআদা বাটা
  16. ১/২ চা চামচ রসুন বাটা
  17. ২ টেবিল চামচ কাজুবাদাম বাটা
  18. ৩-৪ টা কাঁচা লঙ্কা (চেরা)
  19. ১/৪ চা চামচ জয়ত্রী গুঁড়া
  20. ১/৪ চাচামচ গরম মশলা গুঁড়ো
  21. ১/২কাপ তেল
  22. স্বাদ মত নুন, চিনি
  23. পরিমাণ মতোজল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছ গুলো ভেজে তুলে রাখবো।ঐ তেলে পেঁয়াজ বাটা, লংকা বাটা,ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো,আদা বাটা নুন হলুদ দিয়ে ও সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নিবো।

  2. 2

    কষানো হয়ে গেলে চিংড়ি মাছ গুলো দিয়ে আরো একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিবো। ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখবো।জল শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নেব মশলা চিংড়ি।

  3. 3

    কষানো হলে ভাজা পটল গুলো দিয়ে আরো একটু কষিয়ে নিয়ে তাতে বাকী সব মশলা দিয়ে নেড়েচেড়ে জল দিয়ে ঢেকে দিবো।৫/৬ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে জল শুকিয়ে এলে নামিয়ে পরিবেশন করবো মজাদার পটলের রেজালা।

  4. 4

    কড়াইয়ে তেল গরম করে নুন হলুদ মেখে পটল গুলো ভেজে তুলব। এবার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে তাতে লংকা চেরা, আদা, রসুন ও ধনে গুঁড়া দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Biswas
Shilpi Biswas @cook_16008321

Similar Recipes