চিকেন স্টু কারি(chicken stew curry recipe in Bengali)

sarmisthamisti
sarmisthamisti @cook_20625603

চিকেন স্টু কারি(chicken stew curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2jon
  1. 4 টি চিকেন লেগ পিস
  2. 1টিবড় পেঁয়াজ
  3. 1/2 ইঞ্চিআদা কুচি
  4. 4-5 টি রসুন কুচি
  5. 1টি কাঁচালঙ্কা
  6. প্রয়োজন অনুযায়ীআলু
  7. প্রয়োজন অনুযায়ীপেঁপে
  8. 2 টেবিল চামচ সর্ষের তেল
  9. 1টিশুকনোলঙ্কা
  10. 1টি তেজপাতা
  11. 1/2চা চামচহলুদ গুঁড়ো
  12. 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. 5-6টি গোটা গোলমরিচ
  14. 1 টুকরোদারচিনি
  15. 4টি লবঙ্গ
  16. 2 টিছোট এলাচ
  17. 1চা চামচ ঘি
  18. 1/2 চা চামচ চিনি
  19. স্বাদ অনুযায়ীনুন
  20. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইতে তেল দিয়ে তেজপাতা ও শুকনোলঙ্কা ফোড়ন দিলাম |লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, গোটা গোলমরিচ দিলাম |রিং করে কেটে রাখা পেয়াঁজ ঢেলে দিয়ে চিনি যোগ করলাম |হালকা করে পেয়াঁজ ভেজে নিলাম |আদা, রসুন কুচি দিয়ে অল্প নেড়েচেড়ে নিলাম |

  2. 2

    এবার ধুয়ে রাখা মাংস(ম্যারিনেড ছাড়া) ওর মধ্যে দিয়ে দিলাম |হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে নেড়েচেড়ে নিলাম |কাঁচালঙ্কা কুচি যোগ করলাম | ঢাকা দিয়ে চিকেন সিদ্ধান্ত হতে দিলাম |

  3. 3

    ওর মধ্যে আগে থেকে হালকা সিদ্ধ করে হালকা ভেজে রাখা আলু ও পেঁপে যোগ করলাম |আবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষন হতে দিলাম |সবশেষে ঘি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম |এই রান্নাটিতে হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো আমি ব্যবহার করেছি, আপনারা নাও করতে পারেন, তাহলেই স্টু এর মতো রং এতে আসবে |আর গরমের দিনে হালকা এই চিকেন স্টু কারি খেতেও ভালো লাগে এবং স্বাস্থ্যসম্মত |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sarmisthamisti
sarmisthamisti @cook_20625603

Similar Recipes