তন্দুরি চিকেন (tandoori chicken recipe in Bengali)

Sultana Jesmin
Sultana Jesmin @cook_19750837

#ইভিনিং স্ন্যাক্স রেসিপি

তন্দুরি চিকেন (tandoori chicken recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 5 টুকরো মুরগির মাংস
  2. 2টেবিল চামচ টক দই
  3. 1চা চামচ লেবুর রস
  4. 1চা চামচ আদা বাটা
  5. 1চা চামচ রসুন বাটা
  6. 1চা চামচ পেঁয়াজ
  7. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  8. 1/2চা চামচ মরিচ গুঁড়ো
  9. 1/2চা চামচ জিরা গুঁড়ো
  10. 1/2চা চামচ ধনিয়া গুঁড়ো
  11. 1/2চা চামচ গরম মসলা গুঁড়ো
  12. স্বাদমতোলবণ
  13. পরিমাণ মতোতেল
  14. পরিমাণ মতো জর্দার রং ( ঐচ্ছিক )
  15. 1চা চামচ চিনি
  16. 1চা চামচ সয়াসস
  17. 1চা চামচ টমেটোর সস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়ে সব উপকরণ সামান্য তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে ঢেকে রাখুন ৩০ মিনিট।

  2. 2

    এবার একটা করাইতে সামান্য তেল দিয়ে গরম হলে একটা একটা করে চিকেন দিয়ে ঢেকে দিন। আস্তে আস্তে হতে দিন।

  3. 3

    এই পিট ও পিট উল্টো করে দিয়ে দুই পাশে ভালো করে ভেজে নিয়ে পরিবেশন করুন মজাদার তন্দুরি চিকেন নান রুটি ও সস দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sultana Jesmin
Sultana Jesmin @cook_19750837

Similar Recipes