আমসত্ত্ব (Amsotto recipe in Bengali)

Shreyoshi Chatterjee
Shreyoshi Chatterjee @cook_22274443

#মিষ্টি

আমসত্ত্ব (Amsotto recipe in Bengali)

#মিষ্টি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কিলো কাঁচাপাকা আম
  2. ৭০০ গ্রাম চিনি
  3. ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা
  4. ১ টা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ানো(ইচ্ছামত)
  5. স্বাদমতো নুন
  6. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল
  7. ১ টা টিস্যু পেপার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আম গুলো ভালো করে ধুয়ে নিন। খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিন। এবার সেগুলো মিক্সি করে নিন। সেটি শিখে নিন যাতে কোনরকম ছিবরা না থাকে।

  2. 2

    উনুনে করাই বসান কম আঁচে। এবার মিক্সি করা আম টা দিয়ে দিন। এবার নুন,লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে দিন। প্রায় ৪৫ মিনিট নাড়তে থাকুন। যতক্ষণ না সেটি আঠা আঠা হয়ে যায় নাড়তে থাকুন।

  3. 3

    এবার একটি থালায় সরষের তেল টিস্যু পেপার দিয়ে বুলিয়ে নিন। এবার কড়াই থেকে মিশ্রণটি নামিয়ে পাতলা করে চারিয়ে দিন। রোদে শুকোতে দিন কম করে একদিন। ধার থেকে হালকা হালকা ছেড়ে এলে সেটা বুঝতে হবে তৈরি হয়ে গেছে। পছন্দমত পিস করে তুলে নিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreyoshi Chatterjee
Shreyoshi Chatterjee @cook_22274443

Similar Recipes