কাঁচা আমের মিষ্টি আচার(Kacha Amer Misti Achar Recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#ম‍্যাঙ্গোম‍্যানিয়া
এই গরমকালে আমের নাম শুনলেই আচারের গন্ধে জিভে জল আসে, তো প্রথমেই বানালাম টক ঝাল মিষ্টি আচার ,খুবই লোভনীয় আর একবার বানালে এয়ার টাইট কৌটায়বা কাচের শিশিতে ফ্রিজেঅনেক দিনপ্রযন্ত রাখা যায়।

কাঁচা আমের মিষ্টি আচার(Kacha Amer Misti Achar Recipe in Bengali)

#ম‍্যাঙ্গোম‍্যানিয়া
এই গরমকালে আমের নাম শুনলেই আচারের গন্ধে জিভে জল আসে, তো প্রথমেই বানালাম টক ঝাল মিষ্টি আচার ,খুবই লোভনীয় আর একবার বানালে এয়ার টাইট কৌটায়বা কাচের শিশিতে ফ্রিজেঅনেক দিনপ্রযন্ত রাখা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৬জন
  1. ৫০০ গ্ৰাম কাঁচা আম
  2. ৫০০গ্ৰাম চিনি
  3. ১/২চা চামচনুন
  4. ১চা চামচ ভাজা মশলা - মৌরি
  5. ১চা চামচপাচঁফোড়ন
  6. ১/২চা চামচমেথি
  7. ৪টে শুকনো লঙ্কা,একসাথে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করা
  8. ২চা চামচকিসমিস

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে আমের খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি।এবার আমের মধ্যে চিনি মাখিয়ে ঢাকা দিয়ে ১ঘন্টা রেখে দিয়েছি যাতে চিনি গলে যায়

  2. 2

    এবার মশলা করে নিয়েছি, পাচঁফোড়ন, মৌরি, মেথি ও শুখনো লঙ্কা শুখনো কড়াইয়ে ভেজে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি।

  3. 3

    এবার গ‍্যাসে কড়াইয়ে চিনি মাখানো আম দিয়ে নাড়িয়ে ফুটতে দিতে হবে, আচ কম থাকবে,সমানে নাড়িয়ে যেতে হবে,যাতে তলা না ধরে যায় ।

  4. 4

    আচ একটু বাড়াতে কমাতে হবে, যতক্ষন না আম সেদ্ধ হয় ধৈর্য্য সহকারে নাড়িয়ে যেতে হবে।আম সেদ্ধ হতে ৩০ মিনিট মতো লেগেছে।

  5. 5

    আম সেদ্ধ হয়ে এলে নুন ও ১চামচ ভাজা মশলা দিয়ে আরও কিছু ক্ষন নাড়াবো।এর মধ্যে কিসমিস দিয়ে দেবো।

  6. 6

    এবার বেশ মাখো মতো হলে আরও১চামচ ভাজা মশলা গুড়ো দিয়ে নামিয়ে নেবো, তবে খুব শুখনো করা যাবে না।

  7. 7

    এবার আচার ঠান্ডা হওয়ার জন্যে অপেক্ষা,ঠাণ্ডা হয়ে গেছে এবার ভাজা মশলা ছড়িয়ে খাওয়ার জন্যে তৈরি, আর অপেক্ষা করা যাচ্ছে না।😋😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes