পনির পরোটা (Paneer Paratha recipe in Bengali)

Satabdi Sengupta
Satabdi Sengupta @satabdi19

#ব্রেকফাস্ট রেসিপি

পনির পরোটা (Paneer Paratha recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
5টা পরোটা
  1. 250 গ্রামপনির
  2. 1টা গোটা পেঁয়াজ কুচি
  3. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  4. 1 চা চামচজোয়ান
  5. 1 চা চামচআমচুর
  6. 1 চা চামচগোলমরিচের গুঁড়ো
  7. 1 চা চামচভাজা জিরা ধনে গুঁড়ো
  8. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  9. 2 চা চামচআদা কুচি
  10. 1 চা চামচকাঁচা লঙ্কা কুচি
  11. 1 কাপধনে পাতা কুচি
  12. স্বাদ অনুযায়ী নুন ও চিনি
  13. 1/3 কাপময়দা
  14. 1/3 কাপআটা
  15. পরিমাণ মতোঘি
  16. পরিমান মতজল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    আটা আর ময়দা এক সাথে মিশিযে অল্প নুন আর ঘি দিয়ে ময়ান দিয়ে পরোটার মত করে মেখে, সামান্য ঘি মাখিয়ে 30 মিনিট ঢেকে রেখে দিতে হবে।

  2. 2

    পুরের জন্য পনির গ্রেড করে নিয়ে তাতে সব সবজি আর মশলা মিশিয়ে নিতে হবে।

  3. 3

    আটা-ময়দা মাখা টাকে আরেকবার ভালো করে মেখে তার থেকে সমান সাইজের পাঁচটা লেচি কেটে নিতে হবে।

  4. 4

    প্রতিটা লেচিতে 4 টেবিল চামচ পুর ভরে মুখটা আটকে, শুকনো ময়দা দিয়ে আলতো হাতে পরোটা একটু বড় করে বেলে নিতে হবে।

  5. 5

    গ্যাস এর উপর একটা তাওয়া গরম করে প্রতিটা পরোটা আগে দু পিঠ ভালো করে কম আঁচে সেকে নিতে হবে।

  6. 6

    এবার প্রতিটা পরোটা ঘি দিয়ে ব্রাশ করে আর তাওয়া তে 1 চা চামচ ঘি দিয়ে তাতে ভেজে নিতে হবে।

  7. 7

    সকালের তাড়াহুড়োতেও খুব সহজেই ক্যালসিয়াম এ ভরা এরকম গরম গরম পরোটা বানিয়ে টক দই এর সাথে পরিবেশন করতে পারেন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Satabdi Sengupta
Satabdi Sengupta @satabdi19

Similar Recipes