সূর্যমুখী পরোটা (Sunflower paratha recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#GA4
#Week9
ময়দা
এবারের ধাঁধা থেকে আমি ময়দা বেছে নিয়ে তৈরী করব সূর্যমুখী পরোটা । এই রকম একটি পরোটা দিয়ে সবারই মন জয় করা যায় অনায়াসে । অতিথি আপ্যায়ন বা বাড়ির সবাই আশাকরি পছন্দ করবে।

সূর্যমুখী পরোটা (Sunflower paratha recipe in bengali)

#GA4
#Week9
ময়দা
এবারের ধাঁধা থেকে আমি ময়দা বেছে নিয়ে তৈরী করব সূর্যমুখী পরোটা । এই রকম একটি পরোটা দিয়ে সবারই মন জয় করা যায় অনায়াসে । অতিথি আপ্যায়ন বা বাড়ির সবাই আশাকরি পছন্দ করবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. ডো এর জন্য
  2. 1 কাপময়দা
  3. 1/2 কাপসুজি
  4. 1/2 কাপআটা
  5. 2 চা চামচবেসন
  6. 1/2 চা চামচনুন
  7. 1/2 চা চামচজোয়ান
  8. পরিমাণ মতো জল মাখার জন্য
  9. পুরের জন্য
  10. 2 টিআলু সেদ্ধ কুচি
  11. 100 গ্রামপনির কুচি
  12. 4 চা চামচগাজর গ্রেট করা
  13. 1/2 চা চামচজোয়ান
  14. 1/2 চা চামচগোটা জিরা,
  15. 1 চা চামচকাসৌরী মেথী
  16. 1 চা চামচপাউভাজী মশালা
  17. 1 চা চামচআদা, কাঁচালঙ্কা বাটা
  18. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  19. 4 চা চামচধনেপাতা কুচি
  20. 1/2 চা চামচভাজা জিরাগুঁড়ো
  21. 1 চা চামচসেজুয়ান চাটনী
  22. 2 চা চামচটমেটো শস
  23. 1/2 চা চামচ কাশ্মীরী লঙ্কাগুঁড়ো
  24. 1 চিমটিগরম মশালা
  25. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  26. 1/2 চা চামচভাজা পানমৌরী গুঁড়ো
  27. 1/2 চা চামচনুন
  28. 1 বাটিঝুরি ভাজা
  29. 5 চা চামচচিজ গ্রেট করা
  30. 2 চা চামচতেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আমি প্রথমেই এক জায়গাতে সব জোগাড় করে নিয়েছি ।

  2. 2

    একটি পাত্রে ময়দা, আটা,সুজি, বেসন ও জোয়ান মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে মেখে ডো তৈরী করে নিলাম ।ডো তে তেল মাখিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখলাম ।

  3. 3

    এবার একটি প্যান বসিয়ে গরম করে, তাতে দু চামচ তেল দিয়ে, গোটা জিরা ও জোয়ান দিয়ে একে একে সেদ্ধ করা আলু কুচি, আদা কাঁচালঙ্কা বাটা, পনীর, নুন,গাজর,হলুদ, টমেটো শস,সেজুয়ানচাটনী, কাশ্মীরিলঙ্কাগুঁড়ো,পাউভাজী মশালা,গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, ধনেপাতা ও কাসৌরী মেথী দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম ।পুর তৈরী হল ।

  4. 4

    এবার মেখে রাখা মণ্ডটি বেশ বড়ো করে বেলে নিয়ে, ভেতরে পুর ভরে, এরমধ্যে গ্রেট করা চিজ ও ঝুরিভাজা দিয়ে মুখ বন্ধ করে দিলাম ।

  5. 5

    আবার গোল করে বেলে নিলাম, বেশ মোটা হবে ।কারণ, তলে উপরে দুটো লেয়ার হবে । এবার তাওয়া বসিয়ে গরম করে দুচামচ তেল দিয়ে পরোটা ভেজে তুলে নিলাম ।

  6. 6

    এবার একটি প্লেটের মধ্যে রেখে চারদিকে ক্রস করে কেটে নিলাম ছুরি দিয়ে । উপরের অংশটি এক এক করে তুলে নিলাম । দেখতে হবে ঠিক সূর্যমুখী ফুলের মতো । আমি যে রকম ছবিতে দিয়েছি ।

  7. 7

    এখন আমি সার্ভিং প্লেটের মধ্যে রেখে, মাঝখানে ঝুরিভাজা ও তার উপরে গ্রেটকরা চিজ দিয়ে সাজিয়ে দিলাম । মাঝখানে শস দিয়ে পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

মন্তব্যগুলি (6)

Similar Recipes