লাউ শাকের তরকারি (lau shaaker tarkari recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#প্রিয় লাঞ্চ রেসিপি

লাউ শাকের তরকারি (lau shaaker tarkari recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 বাটিলাউ শাক ছোট করে কুচানো
  2. 1/2বেগুন
  3. 1টা আলু
  4. 1 চা চামচআদা কাঁচা লঙ্কা বাটা
  5. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. স্বাদ মতো লবণ
  8. প্রয়োজন মতো তেল
  9. 1/2 চা চামচচিনি
  10. 2টো শুকনো লঙ্কা গোটা
  11. 1/2 চা চামচপাঁচ ফোড়ন
  12. 4টে কলাই ডালের বড়ি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম এ শাক কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটু নুন ও হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে। বেগুন গুলো পাতলা করে কেটে নিতে হবে । আলু সেদ্ধ করে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে ।

  2. 2

    কড়াইয়ে অল্প তেল দিয়ে বড়ি গুলো ভেজে তুলে রাখতে হবে ।

  3. 3

    ঐ কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরণ দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে বেগুন গুলো দিয়ে দিতে হবে ।

  4. 4

    একটু নেরে চেরে নিয়ে ওর মধ্যে আলু গুলোও দিয়ে দিতে হবে । আলু গুলো একটু ভাজা হলে তার মধ্যে আদা লঙ্কা বাটা ও জিরে গুঁড়ো দিতে হবে । স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে একটু কষিয়ে নিতে হবে।

  5. 5

    কষানো হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করা শাক টাও দিয়ে দিতে হবে । একটু নেরে চেরে নিয়ে ভেজে রাখা বড়ি গুলো দিয়ে দিতে হবে । নেরে মিশিয়ে নিয়ে অল্প জল দিতে হবে ।চিনি দিতে হবে সামান্য ।

  6. 6

    ঢাকা দিয়ে রান্না করতে হবে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ।জল শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে ব্যাস রেডি ।

  7. 7

    অল্প জল দিতে হবে ঢাকা দিয়ে রান্না করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes