করলা শাকের ডালনা (karola shaaker dalna recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#তেঁতো/টক
যেকোনো ডালনা গরম ভাতের সাথে এমনিতে বেশ সুস্বাদু লাগে তবে মুখে স্বাদ ফেরাতে চাইলে যেকোনো তেতোর ডালনা র জুড়ি মেলা ভার।তাই একবার বানিয়ে দেখতে পারেন করলা শাকের ডালনা।

করলা শাকের ডালনা (karola shaaker dalna recipe in Bengali)

#তেঁতো/টক
যেকোনো ডালনা গরম ভাতের সাথে এমনিতে বেশ সুস্বাদু লাগে তবে মুখে স্বাদ ফেরাতে চাইলে যেকোনো তেতোর ডালনা র জুড়ি মেলা ভার।তাই একবার বানিয়ে দেখতে পারেন করলা শাকের ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১ কাপ করলা শাক কুচি
  2. ২ টি মাঝারি আলু
  3. ১ কাপ বেগুন কুচি
  4. ৭-৮টি কচু
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১চা চামচ জিরে গুঁড়ো
  9. ১চা চামচ ধনে গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীলবণ
  11. ১/৪চা চামচ চিনি
  12. ২ টেবিল চামচ সর্ষে বাটা
  13. ৩টেবিল চামচ তেল
  14. ১/৪ চা চামচ পাঁচ ফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কড়াইতে তেল গরম করে প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে তারপর একে একে আলু,কচু,বেগুন,করলা শাক দিয়ে একটু ভালো করে ভাজতে থাকুন।

  2. 2

    এরপর কড়াইয়ের মাঝখানে ফাঁকা করে আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা হলে একে একে লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিন।

  3. 3

    এরপর সর্ষে বাটা দিয়ে আরো কিছুক্ষন কষিয়ে পরিমাণ মত জল ঢেলে দিন।

  4. 4

    আলু,কচু সিদ্ধ হয়ে আসলে খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিন আর সবশেষে চিনি দিয়ে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes