নন ভেজ থালি(non veg thali recipe in bengali)

Dipa Bhattacharyya
Dipa Bhattacharyya @cook_15471589

#প্রিয় লাঞ্চ রেসিপি

নন ভেজ থালি(non veg thali recipe in bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
3জন
  1. পমফ্রেট মাছের ঝাল
  2. 2 টামাঝারি আকারের পমফ্রেট মাছ
  3. 2টেবিল চামচ পেঁয়াজ কুচি
  4. 1 চা চামচরসুন বাটা
  5. 1টা ছোট টমেটো কুচি করা
  6. 1 চা চামচধনে গুড়ো
  7. 1 চা চামচজিরে গুড়ো
  8. 1 চা চামচলংকা গুঁড়ো
  9. 1 চা চামচকাঁচা লঙ্কা কুঁচি
  10. 1/2 চা চামচহলুদ গুড়ো
  11. তেল পরিমাণ মতো
  12. স্বাদমতোনুন
  13. পুঁই শাকের ঘ্যাট-
  14. 2 বাটিপুঁই শাক ডাটা র পাতা সহ কুঁচি করে কাটা
  15. 1 টি করে আলু,কুমড়ো,পটল,বেগুন, বরবটি,টমেটো, ছোট টুকরো করে কাটা
  16. 2 টেবল চামচভাজা জিরে গুঁড়ো
  17. 1 চা চামচহলুদ গুঁড়ো
  18. 1/2 চা চামচপাঁচফোড়ন
  19. স্বাদ অনুযায়ীকয়েকটা চেরা কাঁচালঙ্কা
  20. প্রয়োজন অনুযায়ীঅল্প ধনেপাতা কুচি
  21. প্রয়োজন অনুযায়ীতেল
  22. স্বাদ অনুযায়ীনুন আর মিষ্টি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    মাছের পিস গুলো নুন হলুদ মেখে ভেজে নিয়ে তুলে রাখতে হবে।ওই তেলে পেয়াজ র লঙ্কা কুঁচি ভেজে রসুন বাটা দিতে হবে।

  2. 2

    রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুঁচি ।টমেটো গোলে গেলে সব গুড়ো মসলা অল্প জলে গুলে দিতে হবে।তেল ছেড়ে গেলে প্রয়োজন মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।তারপর ভেজে রাখা মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে রস রস রেকগে নামিয়েনিতে হবে।

  3. 3

    কড়াইতে তেল গরম হলে পাঁচ ফোরণ দিতেহবে।ভাজা হলে সবজি আর পুইডাটা দিয়ে নারাতে হবে।নুন হলুদ র কাঁচা লঙ্কা দিতে হবে।

  4. 4

    জল টেনে গেলে ভাজা জিরে গুড়ো দিয়ে কম তাপে রান্না করে ধনে পাত কুচি দিয়ে মাখা মাখা নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipa Bhattacharyya
Dipa Bhattacharyya @cook_15471589

Similar Recipes