ভেজ ফিশটেল পাফ (Veg Fishtail Puff recipe in Bengali)

Chandana Patra
Chandana Patra @chandanapatra

#monsoon2020
একটু অন্য রকম মুখরোচক স্ন্যাকস। খেতে খুব টেস্টি। চায়ের সাথে একটু ফিশ টেল পাফ হলে বর্ষাকাল জমে যায়।

ভেজ ফিশটেল পাফ (Veg Fishtail Puff recipe in Bengali)

#monsoon2020
একটু অন্য রকম মুখরোচক স্ন্যাকস। খেতে খুব টেস্টি। চায়ের সাথে একটু ফিশ টেল পাফ হলে বর্ষাকাল জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 1 কাপময়দা
  2. 1 চা চামচবেকিং পাউডার
  3. 1 চা চামচভিনেগার
  4. 1/2 কাপদুধ
  5. 1টা ছোট আলু ছোট ছোট টুকরো করে কাটা
  6. 1টা পেঁয়াজ কুঁচি
  7. 1টা লঙ্কা কুঁচি
  8. 1/2টা টমেটো কুঁচি
  9. 1টেবিল চামচ ক্যাপ্সিকাম কুঁচি
  10. স্বাদমতো নুন ও চিনি
  11. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  12. 2টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    একটি বাটিতে ময়দা,লবণ,2 চামচ চিনি গুঁড়ো,1টেবিল চামচ মাখন, বেকিং পাউডার, বেকিং সোডা ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  2. 2

    এবার অন্য একটি বাটিতে দুধের সাথেই ভিনেগার মিশিয়ে 10 মিনিট রেখে দিন।

  3. 3

    এইবার 10 মিনিট পর ভিনেগার মিশান দুধ দিয়ে ময়দা টি নরম করে মেখে নিন। এই মাখা 1/2 ঘন্টা বাঁকা দিয়ে রেখে দিন।

  4. 4

    এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে এক এক করে সমস্ত সবজি দিয়ে দিন । এবার নুন, চিনি ও হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভাজুন।

  5. 5

    সবজি সেদ্ধ করে এলে খুন্তির সাহায্যে স্মাশ করে নামিয়ে নিন।

  6. 6

    এবার মেখে রাখা ময়দা থেকে লেই বানিয়ে ছোট ছোট লুচি বানিয়ে নিন।

  7. 7

    মাঝে তরকারি দিন । এবার পাস থেকে ছুরি দিয়ে কেটে কেটে নিন। এবং কাটা পার্ট গুলির একটির ওপর আরেটি দিন। দিয়ে মাছের লেজের আকার দিন।

  8. 8

    এবার ওভেন প্রে হিট করে, 175°C এ 15 মিনিটের জন্য বেক করে নিন। ব্যাস তৈরি গরম গরম ভেজ ফিশ টেল পাফ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chandana Patra
Chandana Patra @chandanapatra

Similar Recipes