মসালা ম্যাগি (mashala maggie recipe in Bengali)

Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani

#ব্রেকফাস্ট রেসিপি

দৈনন্দিন জীবনে ব্রেকফাস্টের জন্য মসালাম্যাগি ছাড়া আর কি ভালো হতে পারে । সময়ও কম লাগে আর সুস্বাদু ও ভীষণ ।

মসালা ম্যাগি (mashala maggie recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি

দৈনন্দিন জীবনে ব্রেকফাস্টের জন্য মসালাম্যাগি ছাড়া আর কি ভালো হতে পারে । সময়ও কম লাগে আর সুস্বাদু ও ভীষণ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
২ জনের
  1. ২ টেবিল চামচসাদাতেল
  2. ১টাবড় সাইজের পেঁয়াজ
  3. ১টেবিল চামচ কাঁচালংকা কুচি
  4. ১/২ কাপমটরশুঁটি
  5. ১/২ কাপ সবুজ ক্যাপ্সিকাম চৌকো করে কাটা
  6. ১/২ কাপগাজর চৌকো করে কাটা
  7. ১/২ কাপ টমাটো চৌকো করে কাটা
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. ১/৩ চা চামচলংকার গুঁড়ো
  10. ২ টিম্যাগির প্যাকেট
  11. ২ টিম্যাগি মশলার প্যাকেট
  12. ১/৪ চা চামচহলুদ গুঁড়ো
  13. ১/৪ চা চামচজিরে পাউডার
  14. ১/২ চা চামচ ধনে পাউডার

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    গরম প্যানে ২ টেবিল চামচ সাদাতেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হাল্কা গোল্ডেন করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ।

  2. 2

    এরপর এতে গাজরকুচি আর মটরশুঁটি গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে ২ মিনিট মতো রান্না করে নিলাম ।

  3. 3

    ৩ মিনিট পর টোমাটো কুচি আর ক্যাপ্সিকাম কুচি দিয়ে নেড়ে আবার ৩ মিনিট রান্না করে নিলাম ।

  4. 4

    সবজিগুলো বেশ নরম হলে এবার এতে হলুদ গুঁড়ো, লংকা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো নুন আর ম্যাগি মশলার প্যাকেটদুটো দিয়ে ভালোভাবে নেড়ে ২ মিনিট মতো রান্না করে ২ কাপ জল দিয়ে দিলাম ।

  5. 5

    এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ফুটে ওঠা পর্যন্ত।

  6. 6

    ফুটে উঠলে ম্যাগিগুলো ভেঙে দিয়ে দিতে হবে । একটু নেড়ে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে।

  7. 7

    এবার ঢাকনা ছাড়াই মিডিয়াম হীটে আরও ১মিনিট রান্না করে ম্যাগিটা যখন পুরোপুরি গ্রেভির সাথে মিশে যাবে তখন গ্যাস লোতে রেখে আরও ১/২ মিনিট মতো রান্না করে নিলাম ।

  8. 8

    ১/২ মিনিট পর ঢাকনা সরিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেড়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে ।

  9. 9

    আমি এখানে সাজানোর জন্য সানি সাইড আপ দিয়ে সার্ভ করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani
Love to cook and clickMy Insta ac @mithai.roy
আরও পড়ুন

Similar Recipes