ম্যাগি মাঞ্চুরিয়ান (maggi manchurian recipe in bengali)

Taniya Kundu
Taniya Kundu @cook_26672007

#Khong
ভীষণ সুস্বাদু খেতে

ম্যাগি মাঞ্চুরিয়ান (maggi manchurian recipe in bengali)

#Khong
ভীষণ সুস্বাদু খেতে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
3 সারভিংস
  1. ৫ প্যাকেট ম্যাগি
  2. ২ টা বড় পেঁয়াজ
  3. প্রয়োজন মতোধনে পাতা
  4. ১ টা রসুন
  5. স্বাদ অনুযায়ীকাচা লঙ্কা
  6. ১/২ কাপ টমাটো সস
  7. ১/২ ক্যাপ্সিকাম
  8. স্বাদ অনুযায়ীলবণ
  9. স্বাদ অনুযায়ীচিনি
  10. ১/২ কাপকর্নফ্লাওয়ার
  11. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  12. ১টুকরো ছোটো আদা
  13. ১ টা গাজর (না দিলেও হবে)
  14. ১ চা চামচধনে গুঁড়ো
  15. ১ প্যাকেট ম্যাগি মসলা
  16. ২ টা তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ৩ প্যাকেট ম্যাগি সেদ্ধ করতে হবে

  2. 2

    সেদ্ধ ম্যাগি গুলো একটি বাটি তে নিয়ে তার মধ্যে ১.৫ টা পেয়াজ কুচি, ৫-৬ কোয়া রসুন কুচি, ৪-৫ টা কাচা লঙ্কা কুচি, স্বাদ অনুসারে লবণ, চিনি, ১/২ চা চামচ ধনে গুঁড়ো নিয়ে ভালো করে মেখে ছোটো ছোটো বল বানাতে হবে।

  3. 3

    ২ প্যাকেট ম্যাগি গুঁড়ো করে ওই বল গুলোর ওপর ম্যাগি গুঁড়ো গুলো ভালো করে লাগাতে হবে।

  4. 4

    কড়াই এ সাদা তেল দিয়ে তার মধ্যে ২ টা তেজপাতা দিতে হবে। তারপর রসুন কুচি আদা বাটা দিতে হবে। তারপর এক এক করে পেয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে নাড়াতে হবে।

  5. 5

    এরপর ক্যাপ্সিকাম কুচি,গাজর কুচি দিয়ে নাড়াতে হবে। এরপর পরিমাণ মতো লবণ, চিনি, ১প্যাকেট ম্যাগি মসলা আর একটু জল দিতে হবে। তারপর ২ চামচ কর্নফ্লাওয়ার আর জল মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে ওর মধ্যে দিতে হবে ।

  6. 6

    তারপর টমাটো সস দিয়ে একটু নাড়িয়ে ওই ম্যাগি বল গুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে।

  7. 7

    সব শেষে ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়েই নামিয়ে নিতে হবে। এভাবেই তৈরি হয়ে গেল ম্যাগি মাঞ্চুরিয়ান।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Taniya Kundu
Taniya Kundu @cook_26672007

Similar Recipes