বেকড্ ছানার ডালনা (baked chaanar dalna recipe in Bengali)

Sarbani Roy Chowdhury
Sarbani Roy Chowdhury @cook_11754458

বেকড্ ছানার ডালনা (baked chaanar dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
3 সারভিংস
  1. 1/2 লিটারদুধের ছানা
  2. 1টেবিল চামচ ময়দা
  3. 1টেবিল চামচ দই
  4. 1 চা চামচহলুদ গুঁড়ো
  5. 1/2 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  6. 1/2 চা চামচমৌরি গুঁড়ো
  7. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  8. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  9. 1/2" দারচিনি
  10. 3 টেছোট এলাচ
  11. 3 টিলবঙ্গ
  12. 1/4চা চামচগোটা জিরে
  13. 1টি শুকনো লাল লঙ্কা
  14. 2টি তেজপাতা
  15. 2-3টি কাঁচা লঙ্কা
  16. 1 চা চামচসাদা তেল
  17. 1 চা চামচঘি
  18. পরিমান মত মাখন
  19. স্বাদমতোলবণ ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    দই ফেটিয়ে তারমধ্যে জিরে মৌরি গরম মশলা গুড়ো ও অর্ধেক হলুদ লাল লন্কা গুড়ো স্বাদমতো লবণ ও চিনি মেশান।

  2. 2

    ছানার জল ভালোভাবে ছেঁকে নিয়ে ময়দা মিশিয়ে ভালোভাবে ঠেসে নিন। এবার ছানার মধ্যে লবণ চিনি লাল লন্কা ও হলুদ গুড়ো মিশিয়ে বলের আকার গড়ে তুলুন।

  3. 3

    ছানার বল গুলো মাখনে মাখিয়ে মাইক্রো ওভেনে 180° তে 5 মিনিট বেক করতে দিন।

  4. 4

    কড়াইতে তেল ও ঘি গরম করে জিরে তেজপাতা গোটা গরম মশলাও গোটা লাল লন্কা ফোড়ন দিন। দইয়ের মিশ্রন দিয়ে কিছুক্ষন কষান। 1/2 কাপ জল দিন। গোটা কাঁচালন্কা দিন। ঝোল ফুটে উঠলে বেকড ছানার বল দিয়ে 3 -4 মিনিট ফূটিয়ে নামিয়ে নিন। রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarbani Roy Chowdhury
Sarbani Roy Chowdhury @cook_11754458

Similar Recipes