ছানার ডালনা (chhanar dalna recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

ছানার ডালনা (chhanar dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৭০০ মিলি লিটার দুধের ছানা
  2. ১চা চামচ ময়দা
  3. ১ চা চামচ চিনি
  4. ১ টি কাঁচা লঙ্কা বাটা
  5. স্বাদ অনুযায়ীলবণ
  6. প্রয়োজন অনুযায়ীহলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  8. ২ টি কাঁচা লঙ্কা
  9. ৩ টেবিল চামচ জিরা বাটা
  10. ১/২ চা চামচ গরম মশলা বাটা
  11. পরিমাণ মতসর্ষের তেল
  12. প্রয়োজন অনুযায়ী ফোঁড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ দারচিনি,এলাচ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ছানা টির মধ্যে ময়দা, সামান্য চিনি,লবণ,হলুদ,কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে ভালো করে মেখে বড়ার আকার দিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে বড়া গুলোকে ভেজে নিতে হবে‌। ইচ্ছে হলে আলু দিলে আলু ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    ওই তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ,লবঙ্গ,দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে জীরে বাটাটা দিয়ে পরিমাণমতো লবণ, হলুদ,লংকা গুঁড়ো, সামান্য চিনি দিয়ে কষাতে হবে।

  4. 4

    মসলা কষিয়ে তেল বেরিয়ে এলে পরিমাণ মতো জল ঢেলে জল ফুটে উঠলে তার মধ্যে ছানার বড়াগুলো দিয়ে অল্প খানিক খন ফুটিয়ে গরম মসলা,লঙ্কা চিড়ে দিয়ে ও সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছানার ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes