কচুরি আলুর দম (kochuri alu dom recipe in bengali)

Mihika mukherjee
Mihika mukherjee @cook_14044309

#স্পাইসি

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম ছোট আলু
  2. ২টো টমেটো পিউরি
  3. ১/৪ কাপ কাজুবাদাম কিসমিস ও পোস্ত বাটা
  4. ১ টেবিল চামচ ভাজা মশলা গুঁড়ো
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  9. ১চা চামচ সাজিরা
  10. ১ টা তেজপাতা
  11. ২-৩ টে গোটা গরম মসলা
  12. ৩০০ গ্রাম ময়দা
  13. ১ বাটি কড়াইশুঁটির পুর
  14. স্বাদমতোনুন ও চিনি
  15. প্রয়োজন অনুযায়ীতেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আলুর গায়ে কাঁটা চামচ দিয়ে ফুটো করে সেদ্ধ করে নিন

  2. 2

    খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন এবং প্যানে তেল গরম করে লালচে করে ভেজে তুলে নিন

  3. 3

    এবার ওই তেলে জিরা তেজপাতা গোটা গরম মসলা ফোড়ন দিন

  4. 4

    এবার টমেটো পিউরি আদা বাটা ও কাজু কিশমিশ বাটা দিয়ে ভালো করে কষান

  5. 5

    কাঁচা লঙ্কা ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে আলু দিয়ে দিন

  6. 6

    এবার সবকিছু ভালো করে বেশি চিনে দিয়ে সামান্য জল দিয়ে ফুটিয়ে নামিয়ে রাখুন

  7. 7

    ময়দা ভালো করে তেল চিনি ও নুন মিশিয়ে জল দিয়ে নরম করে মেখে নিন

  8. 8

    ময়দা দিয়ে লেচি কেটে নিয়ে ছোট ছোট গোলাপ তৈরি করে তাতে কড়াইশুঁটির পুর ভরে লুচি ফেলে নিন

  9. 9

    ডুবো তেলে ভেজে নিন এবং পরিবেশন করুন আলুর দম এর সঙ্গে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Mihika mukherjee
Mihika mukherjee @cook_14044309

Similar Recipes