ঘরে বানানো নরম ও মজাদার পাও রুটি | Homemade Soft Pav Bread

Yesmi Bangaliana
Yesmi Bangaliana @YesmiBangaliana
dhaka

নরম তুলতুলে ঘরের তৈরি পাও রুটি, যা আপনার সকালের নাশতা বা বিকেলের চায়ের সাথে অসাধারণ মানিয়ে যাবে। দুধ ও মাখনের হালকা ঘ্রাণে তৈরি এই রুটি আলু ভাজি, বাটার, জ্যাম বা ভাজি-পাওর সাথে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট। কোনো প্রিজারভেটিভ ছাড়া ঘরে তৈরি স্বাস্থ্যকর বিকল্প। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে!

ঘরে বানানো নরম ও মজাদার পাও রুটি | Homemade Soft Pav Bread

নরম তুলতুলে ঘরের তৈরি পাও রুটি, যা আপনার সকালের নাশতা বা বিকেলের চায়ের সাথে অসাধারণ মানিয়ে যাবে। দুধ ও মাখনের হালকা ঘ্রাণে তৈরি এই রুটি আলু ভাজি, বাটার, জ্যাম বা ভাজি-পাওর সাথে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট। কোনো প্রিজারভেটিভ ছাড়া ঘরে তৈরি স্বাস্থ্যকর বিকল্প। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে!

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

মোট: প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট
৮–১০ জন (প্রতি জনে ১টি করে রুটি ধরলে)
  1. ময়দা – ২ কাপ (all-purpose flour / maida)
  2. চামচচিনি – ২ টেবিল
  3. চা চামচলবণ – ১
  4. চা চামচইস্ট (Dry Yeast) – ১
  5. কাপগরম দুধ – ১/২
  6. কাপগরম পানি – ১/৪
  7. চামচমাখন বা তেল – ২ টেবিল
  8. চামচদুধ (ব্রাশ করার জন্য) – ২ টেবিল
  9. অতিরিক্ত মাখন – উপরে লাগানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

মোট: প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট
  1. 1

    আপনি কি চাচ্ছেন ওভেন ছাড়া কড়াইতে পাও রুটি বানানোর রেসিপিও? জানালে সেটাও দিয়ে দিই! 😊

    ইস্ট অ্যাক্টিভেট করা:
    একটি বাটিতে গরম দুধ ও পানি মিশিয়ে তার মধ্যে চিনি ও ইস্ট দিয়ে নেড়ে ঢেকে রাখুন ১০ মিনিটের জন্য।

    যদি ফেনা উঠে ফুলে ওঠে, তাহলে ইস্ট ঠিকমতো কাজ করছে।

  2. 2

    ডো বানানো:
    এখন ময়দা, লবণ, মাখন (বা তেল) ও ইস্ট মিশ্রণ একসাথে মিশিয়ে নিন।

    ভালোভাবে মেখে নিন ৮–১০ মিনিট, যতক্ষণ না ডো মসৃণ এবং ইলাস্টিক হয়।

    প্রয়োজনে একটু একটু করে পানি/ময়দা যোগ করুন।

  3. 3

    ডো উঠানো (Proofing):
    ডো একটি তেলমাখা বাটিতে রেখে ঢেকে দিন।

    গরম কোনো স্থানে রেখে দিন ১ ঘণ্টা, যাতে এটি দ্বিগুণ হয়ে যায়।

  4. 4

    আকার দেওয়া ও দ্বিতীয় প্রুফিং:
    ডোটা আবার একটু মথে নিন, বায়ু বার করে দিন।

    সমান ৮–১০ ভাগে ভাগ করে গোল করে বল তৈরি করুন।

    বাটার বা তেল ব্রাশ করা বেকিং ট্রেতে বলগুলো পাশাপাশি সাজান (হালকা ফাঁকা রেখে)।

    ঢেকে আবার ৩০ মিনিট রাখুন যাতে ফুলে ওঠে।

  5. 5

    বেকিং:
    ওভেন প্রি-হিট করুন ১৮০°C বা ৩৫০°F তাপমাত্রায়।

    ফুলে ওঠা রুটির ওপরে দুধ ব্রাশ করুন (কালার করার জন্য)।

    ১৮০°C তাপমাত্রায় বেক করুন ২০–২৫ মিনিট যতক্ষণ না রুটি সোনালি হয়ে যায়।

  6. 6

    শেষে:
    বের করে সাথে সাথে মাখন ব্রাশ করুন।

    ঢেকে রাখুন ১৫ মিনিট, এতে রুটি নরম থাকবে।

  7. 7

    পরিবেশন:
    আলু ভাজি, ভাজি-পাও, দুধ বা চা’র সাথে পরিবেশন করুন।

    বাচ্চাদের জন্য মাখন বা জ্যাম দিয়েও দারুণ খায়!

    টিপস:
    ওভেন না থাকলে কড়াইতে নুন দিয়ে ঢেকে বেকিং করা যায়। চাইলে বলে দিন – আমি দেই।

    ময়দার বদলে হাফ হোল হুইট ফ্লাওয়ার দিলে একটু স্বাস্থ্যকর হয়।

    মাখন না থাকলে তেল দিয়েও মোলায়েম রুটি হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Yesmi Bangaliana
Yesmi Bangaliana @YesmiBangaliana
dhaka
আমি একজন সৃজনশীল মানুষ, যার জীবনের এক বিশেষ জায়গা দখল করে আছে রান্না। ছোটবেলা থেকেই মায়ের হাতের রান্নার ঘ্রাণ আমাকে মুগ্ধ করত, আর সেই থেকেই শুরু হয় আমার রান্নার প্রতি ভালোবাসা। প্রতিটি রেসিপি আমার কাছে শুধু উপকরণের সমষ্টি নয়, বরং একেকটা গল্প, একেকটা অনুভূতির প্রকাশ। নতুন কিছু শেখা আর নিজের মতো করে পরিবেশন করাই আমার রান্নার আনন্দ। আমি বিশ্বাস করি, ভালো রান্না শুধু পেট নয়, মনও ভরে দেয়।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes