স্ট্রিট স্টাইল চিকেন চাউমিন (Street style chicken chowmein recipe in Bengali)

Sneha Ghosh
Sneha Ghosh @cook_25154705

স্ট্রিট স্টাইল চিকেন চাউমিন (Street style chicken chowmein recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫-৬ টেবিল চামচ মিন্সড চিকেন
  2. ৫-৬ কোয়া রসুন
  3. ১/২সবুজ ক্যাপ্সিকাম
  4. ১/২ হলুদ ক্যাপ্সিকাম
  5. ১ টা বড় একটা পিঁয়াজ
  6. ১ চা চামচটমেটো সস
  7. ১চা চামচসোয়া সস
  8. ১ চা চামচচিলি সস
  9. স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো
  10. স্বাদ মতোনুন
  11. ১ টাগাজর
  12. প্রয়োজন অনুযায়ী স্প্রিং অনিয়ন
  13. ১ প্যাকেটচাউমিন
  14. প্রয়োজন অনুযায়ী সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াই তে সাদা তেল দিয়ে হাই ফ্লামে রসুন কুচি দিয়ে নাড়তে হবে।

  2. 2

    তারপর চিকেন টা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে কাঁচা ভাব টা কাটে।

  3. 3

    চিকেন টা অর্ধেক হয়ে গেলে গাজর ও পিয়াজ টা দিয়ে নাড়তে হবে।

  4. 4

    পিয়াজ টা যেন হাফ হয়ে আসার পর ক্যাপসি গুলো দিয়ে দবো। ২মিনিট পরে গ্যাস অফ করে দেবো।

  5. 5

    ওদিকে চও তাকে সেদ্ধ করে তেল মাকিয়ে রাখবো।

  6. 6

    মিসিং এর সময় একটু সামান্য তেল কড়াই তে দিয়ে তাতে সব সস গুলো দিয়ে একটু নেড়ে নেবো আর দেবো কাঁচা লঙ্কা কুচি আর তৈরি করে রাখা চিকেন র অনাজ গুলোর মিশ্রণ।

  7. 7

    এর পর সেদ্ধ করে রাখা চাওমিন টা মিশিয়ে দেবো। দেবো স্বাদ মতো নুন আর গোল মরিজ গুঁড়ো।

  8. 8

    সার্ভ করার সমায় ওপর থেকে ছড়িয়ে দেবো স্প্রিং অনিওন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sneha Ghosh
Sneha Ghosh @cook_25154705

Similar Recipes