স্ট্রিট স্টাইল চিকেন নুডলস (street style chicken noodles recipe in Bengali)

priyanka nandi
priyanka nandi @cook_26145513
Chennai

#GA4
#week2
নুডলস আমরা সকলেই পছন্দ করি আর সেটা যদি স্ট্রিট স্টাইল চিকেন নুডলস মানে একদম দোকানের মতো স্বাদের হয় তাহলে তো আর কথাই নেই আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে।

স্ট্রিট স্টাইল চিকেন নুডলস (street style chicken noodles recipe in Bengali)

#GA4
#week2
নুডলস আমরা সকলেই পছন্দ করি আর সেটা যদি স্ট্রিট স্টাইল চিকেন নুডলস মানে একদম দোকানের মতো স্বাদের হয় তাহলে তো আর কথাই নেই আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট।
২ জন।
  1. ৩ ছোট প্যাকেট নুডলস
  2. ১টা বড় পেঁয়াজ
  3. ১ টা বড় গাজর
  4. ১ টাবড় ক্যাপ্সিকাম
  5. ২-৩ টে কাঁচা লঙ্কা কুচি
  6. ১ টেবিল চামচ সোয়া সস
  7. ১ টেবিল চামচ রেড চিলি সস
  8. ১ টেবিল চামচ গ্রিন চিলি সস
  9. ২ টেবিল চামচ টমেটো সস
  10. ১ টেবিল চামচ রোস্টেড জিরে গুঁড়ো
  11. ১ টেবিল চামচ গরম মশলা
  12. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো।
  13. ১.৫ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  14. স্বাদমতোনুন,চিনি
  15. প্রয়োজন মতো সাদা তেল
  16. প্রয়োজনমতো জল
  17. ১ চা চামচলেবুর রস
  18. ১০০-১৫০ গ্রামবনলেস চিকেন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট।
  1. 1

    প্রথমে গ্যাসের ওপরে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে প্রয়োজনমতো জল দিয়ে, জলটা ফুটতে শুরু করলে ওর মধ্যে ১ টেবিল চামচ নুন ও ১ টেবিল চামচ সাদাতেল দিয়ে দিতে হবে।এবারে নুডলস গুলো দিয়ে দিতে হবে। নুডলস টা ৯০% সেদ্ধ করতে হবে, নুডলস সেদ্ধ হয়ে গেলে একটা ঝুড়িতে জল ঝরিয়ে নিয়ে অল্প ঠান্ডা জল দিয়ে ধুয়ে সাদা তেল মাখিয়ে রাখতে হবে যাতে নুডলস একটার সাথে আরেকটা লেগে না যায়।

  2. 2

    এবারে সবজি গুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে আপনাদের ইচ্ছা হলে ছোট ছোট করে কাটতে পারেন। বনলেস চিকেন তাকেও ছোট ছোট করে কেটে নিতে হবে।

  3. 3

    এবারে গ্যাসে কড়াই বসিয়ে প্রয়োজনমতো সাদা তেল দিয়ে, বোনলেস চিকেন গুলোতে নুন,লেবুর রস, গোলমরিচ গুঁড়ো মাখিয়ে চিকেন গুলোকে ভেজে একটা পাত্রে তুলে রাখতে হবে।

  4. 4

    কড়াই এর মধ্যে সব সবজি গুলো কে দিয়ে ৪-৫ মিনিট নাড়ার পরে কাঁচালঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে ভাজতে হবে ৫ থেকে ৬ মিনিট।

  5. 5

    এবারে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে স্বাদ মতো নুন,চিনি দিয়ে ২-৩ মিনিট ভালো করে নেড়ে সব রকমের সস দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে ভাজা চিকেন গুলো দিয়ে দিতে হবে ৩-৪ মিনিট ভালো করে ভাজতে হবে।

  6. 6

    এবারে নুডলস টাকে ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে স্ট্রীট স্টাইল চিকেন চাউমিন।

  7. 7

    এবার চিকেন চাওমিন টাকে একটা বড় পাত্রে ঢেলে পেঁয়াজ কুচি দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
priyanka nandi
priyanka nandi @cook_26145513
Chennai

Similar Recipes