চিকেন বিরিয়ানী(chicken biryani recipe in Bengali)

Misti Priya
Misti Priya @cook_25169948
Batanagar

চিকেন বিরিয়ানী(chicken biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা২০ মিনিট
  1. ১ কেজি চাল
  2. ১কেজি মাংস
  3. ৯ ০০গ্রাম আলু
  4. ২৫০গ্রামসোয়াবিন তেল
  5. ১০০গ্রামসর্ষে তেল
  6. ১০০গ্রামদই
  7. ১ চা চামচগোলাপ জল
  8. ১ চা চামচকেওড়া জল
  9. ১/২ চা চামচমিঠা আতর
  10. ১/২ চা চামচজাফরান
  11. ১ টিপাতি লেবু
  12. পরিমাণ মতবিরিয়ানির মশলা
  13. ১টাদারচিনি
  14. ৫টাএলাচ
  15. ৪পিসতেজপাতা
  16. ৪-৫পিসলবঙ্গ
  17. ১পিসআলু বোখরা
  18. স্বাদ অনুযায়ী লবণ
  19. ১/২ চা চামচকাশ্মীরি লঙ্কা
  20. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  21. ৫০গ্রামআদা
  22. ৫০গ্রামরসুন
  23. ১০০গ্রামদুধ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা২০ মিনিট
  1. 1

    চাল টা কে ১টা বড় পাত্রে ভিজিয়ে রাখতে হবে ২০মিনিট

  2. 2

    তারপর চিকেন টা কে লেবু দিয়ে মাখিয়ে ৫মিনিট রেখে ধুয়ে নিতে হবে ভালো ভাবে তারপর চিকেন টা তে আদা বাটা রসুন বাটা পেয়াজ বাটা সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দ ই লঙ্কা গুরো পরিমাণ মতো লবণ স্বাদমতো সামান্য বিরিয়ানির মশলা সর্ষে তেল পরিমণমতো কিছুটা মিঠা আ ত্তর দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ১ঘণ্টা

  3. 3

    আলু টা সেদ্ধ করতে হবে আলু তে একটু জ্যাফ রং দিয়ে সেদ্ধ আলু টা হাফ সেদ্ধ করতে হবে যাতে না ভাপে ওটা ভেঙে যায় সেদ্ধ হয়ে গেলে আলু টাকে সোয়াবিন তেলে বাদামি বর্নে ভেজে নিতে হবে

  4. 4

    তারপর চিকেন টা কুকার কিংবা কড়া তে সর্ষে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে চিকেন টা তাতে দিয়ে কষাতে হবে ভালো করে কষিয়ে একটু সামান্য জল দিতে হবে বেশি না হাফ কাপ এর মত কারণ দ ই থেকে o জল বার হবে বেশি জল দিলে চিকন বেশি সেদ্ধ হোয়ে যাবে আর চিকেন ছেড়ে যাবে তাই কষিয়ে ঢেকে দিয়ে চিকন সেদ্ধ হয়ে গেলে এএকটু হালকা রঙ চলে এএলে চিকেন টা হোয় যাবে তাতে বিরিয়ানির মশলা র মিঠা আত্ত র দিয়ে সামান্য কেওড়া জল দিয়ে চুলার আগুন নিভিয়ে ঢেকে দিন

  5. 5

    চুলায় জল গরম করতে হবে জলে দারচিনি লবঙ্গ এলাচ আর পরিমাণ মত লবণ আর সামান্য লেবুর রস দিয়ে হবে যাতে চাল টা ভেঙে না যায় সেদ্ধ হওয়ার পর দিতে হবে জল অনুযায়ী তারপর জল ফুটলে তাতে জল ঝরানো চাল টা দিয়ে দিতে হবে তারপর ১০মিনিটের মধ্যে ভাত হলে গেলে বোরো ছাকনি তে ভাতের ফ্যান ঝেড়ে নিতে হবে আর ২ জগে র মত ভাতে ঠান্ডা জল দিয়ে ভাত টা আবার ঝেড়ে নিতে হবে তারপর কড়া তে তেল গরম করে পেয়াজ কাটা বেরেস্তা করে নিতে হবে পাত্রে দূধ গরম করে নিতে হবে,,,তারপর ১টা কাপ এ হাফ কেওড়া জল হাফ গোলাপ জল আর সামান্য যাফ রং দিত

  6. 6

    ১টা বর পাত্রে পথমে সোয়াবিন তেল একটু গরম করে দিতে হবে তারপর সেই তেলে ওপরে পথম ভাত তার আলু সাজিয়ে দিতে হবে তারপর মাংস ওর আলু বোখারা ওপরে দুধে দিয়ে দিন তারপর ভাত দিয়ে ভাতের ওপরে বেরেস্তা করা পেয়া জ ছড়িয়ে দিতে হবে বিরিয়ানির মশলা গুঁড়া ছড়িয়ে দিতে হবে গোলাপ আর কেওড়া জলের মিশ্রণ টা ছড়িয়ে দিয়ে সামান্য মিঠা আত্তার দিয়ে ঢাকনা দিয়ে ভাপে বসাতে হবে ১০মিনিট হালকা আঁচে তারপর ১০মিনিট পর পরিবেশন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Misti Priya
Misti Priya @cook_25169948
Batanagar

মন্তব্যগুলি (4)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Baah khub sundor hoyeche..
Chaliye jao..Amio kichu notun try korechi parle dekhe comment dio..👍

Similar Recipes