চিংড়ি মাছের মালাই কারি(chingri macher malai curry in bangali)

Papiya Ray
Papiya Ray @cook_19491722

চিংড়ি মাছের মালাই কারি(chingri macher malai curry in bangali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
3জন
  1. 250 গ্রামচিংড়ি মাছ
  2. 2টো মাঝারি সাইজের পেয়াজ
  3. 1/2 চা চামচআদা ও রসুন বাটা
  4. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  5. 2টো ছোট এলাচ
  6. 1টা দারুচিনি
  7. 1টা তেজপাতা
  8. 1 চা চামচগরম মসলা
  9. 1 চা চামচঘি
  10. 4 চা চামচরিফাইণ্ড তেল
  11. 1/2 চা চামচহলুদ
  12. 1.5 কাপনারকেল দুধ
  13. 1/2 চা চামচচিনি
  14. 1/2 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    চিংড়ি মাছ গুলো কে ভালো করে পরিস্কার করে ধুয়ে নুন মাখিয়ে হাল্কা ভেজে নিয়েছি।

  2. 2

    নারকেল কুড়িয়ে জলের মধ্যে কিছুক্ষণ রেখে তারপর ভালো করে চিপে দুধ টা বড় করে নিয়েছি।

  3. 3

    করাতে তেল গরম করে গোটা গরম মসলা ও তেজপাতা দিয়ে কুচি করে রাখা পেয়াজ গুলো হাল্কা ভাজা হওয়ার পর বাকি সব মসলা গুলো দিয়ে কষিয়ে অল্প নারকেলের দুধ দিয়ে ডেকে রেখেছি।মসলা থেকে তেল ছাড়লে মাছ গুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নারকেলের বাকি দুধ টা মিশিয়ে চিনি দিয়ে ডেকে রেখেছি।দুধ টা কিছু টা শুকিয়ে আসলে ঘী ছড়িয়ে গ্যাস বন্ধ করে ডেকে রেখেছি ও কিছুক্ষণ পর পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Ray
Papiya Ray @cook_19491722

Similar Recipes