শুক্তো (shukto recipe in Bengali)

Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

#তেঁতো/টক
বাংলার রান্নায় শুক্তো অতিপরিচিত ও গুরুত্বপূর্ণ পদ। যেকোনো অনুষ্ঠানে শুভ নিয়মরীতি পালন করার উদ্দেশ্যে শুক্তো রান্না করা হয় ।

শুক্তো (shukto recipe in Bengali)

#তেঁতো/টক
বাংলার রান্নায় শুক্তো অতিপরিচিত ও গুরুত্বপূর্ণ পদ। যেকোনো অনুষ্ঠানে শুভ নিয়মরীতি পালন করার উদ্দেশ্যে শুক্তো রান্না করা হয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6 জনের জন্য
  1. 2টি আলু
  2. 1টি করলা
  3. 1টি গাজর
  4. 1টি বেগুন
  5. 5টি বরবটি
  6. 2টি সজনে ডাঁটা
  7. 1টি রাঙালু
  8. 1টি কাঁচকলা
  9. 4টি কচু
  10. 10টি বিউলির ডালের বড়ি
  11. 1টেবিল চামচ আদা বাটা
  12. 1 চা চামচসরষে বাটা
  13. 1 চা চামচজিরে বাটা
  14. 1টেবিল চামচ শুক্তো মশলা গুঁড়ো (রাঁধুনি)
  15. 1টেবিল চামচ ঘি
  16. 1/2 কাপদুধ
  17. 1টি শুকনো লঙ্কা
  18. 3টি তেজপাতা
  19. 1/2 চা চামচপাঁচ ফোড়ন
  20. 1 কাপসর্ষের তেল
  21. পরিমাণ মতো জল
  22. স্বাদ মতো নুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সবজিগুলো বড়ো বড়ো করে কেটে ধুয়ে নিতে হবে ।

  2. 2

    কড়াইতে অল্প তেল দিয়ে বড়ি ভেজে তুলে নিতে হবে ।

  3. 3

    আবার খানিকটা তেল দিয়ে সজিনা ডাঁটা ভেজে তুলে নিতে হবে ।

  4. 4

    করলা ভেজে তুলে নিতে হবে ।

  5. 5

    এবার বাকি তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে আলু ভাজতে হবে । এবার পরপর বাকি সবজি দিয়ে ভাজতে হবে । তবে বেগুন সব থেকে শেষে দিতে হবে । আগের ভাজা সবজিগুলোও দিয়ে দিতে হবে ।

  6. 6

    ভাজা হয়ে গেলে বাটা মশলাগুলো পরপর দিয়ে ভালো ভাবে নেড়ে নিতে হবে ।

  7. 7

    এবার পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো নুন চিনি ও বড়ি দিয়ে ফোটাতে হবে ।

  8. 8

    এরপর দুধ দিয়ে দিতে হবে ।

  9. 9

    নামানোর আগে ঘি ও শুক্তো মশলা গুঁড়ো ছড়িয়ে মিনিট পাঁচেক গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ।

  10. 10

    এবার গরম ভাতের সাথে পরিবেশন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

মন্তব্যগুলি (2)

Similar Recipes