চিংড়ি মাছের মালাইকারি (chingri macher malai curry recipe in Bengali)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7

#দোলের
দোলের দিনে সব বাড়িতে ভালো ভালো রান্না হয় মাছ মাংস তো থাকেই আমিও দোলের দিন এই রেসিপিটি বানিয়েছিলাম ভাতের সাথে খেতে দারুণ লাগে ।

চিংড়ি মাছের মালাইকারি (chingri macher malai curry recipe in Bengali)

#দোলের
দোলের দিনে সব বাড়িতে ভালো ভালো রান্না হয় মাছ মাংস তো থাকেই আমিও দোলের দিন এই রেসিপিটি বানিয়েছিলাম ভাতের সাথে খেতে দারুণ লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
3 জন
  1. 500 গ্রামচিংড়ি মাছ
  2. 2 টো মাঝারি পেঁয়াজের পেস্ট
  3. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  4. 1 টাটমেটোর পেস্ট
  5. 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. 1 বাটিনারকেলের দুধ
  7. 1 চা চামচধনে গুঁড়ো
  8. 1 চা চামচজিরে গুঁড়ো
  9. 1 চা চামচকাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো
  10. 1/2 চা চামচগরম মশলার গুঁড়ো
  11. 1টেবিল চামচ ঘি
  12. স্বাদ মত নুন চিনি
  13. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  14. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে তারপর কড়াইয়ে তেল গরম হলে ভেজে তুলে নিতে হবে ।

  2. 2

    এবার ঐ তেলেই চিনি দিতে হবে চিনি লাল হলে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে

  3. 3

    এরপর বাকি সব গুড়ো মশলা দিয়ে কষতে হবে কষা হলে নারকেলের দুধ দিয়ে ফুটতে দিতে হবে

  4. 4

    এবার ভাজা মাছ গুলি দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।

  5. 5

    এরপর সারভিং বোলে দিয়ে গরম গরম পরিবেশন করুন চিংড়ি মাছের মালাইকারি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
রান্না করতে আমি ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে রান্না আমাকে খুশি দেয় আর রান্নার প্রতি ভালোবাসা সব আমার মেয়ের জন্য ও নানারকমের খাবার খেতে ভালো বাসে তাই ওর জন্য নানান খাবার বানাতে বানাতে রান্নার প্রতি আগ্রহ টা যেন আর দ্বিগুন বেড়ে গেছে 💕💖😊
আরও পড়ুন

Similar Recipes