তন্দুরি চিংড়ি (Tandoori chingri recipe in Bengali)

Ivy Chatterjee
Ivy Chatterjee @cook_23790829
কলকাতা

#moonsoon2020
বৃষ্টি স্নাত দিনে চা এর সাথে একটি অসাধারণ স্ন্যাক্স।

তন্দুরি চিংড়ি (Tandoori chingri recipe in Bengali)

#moonsoon2020
বৃষ্টি স্নাত দিনে চা এর সাথে একটি অসাধারণ স্ন্যাক্স।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4 জন
  1. 300 গ্রামমাঝারি চিংড়ি মাছ
  2. 50 গ্রামটক দই
  3. 2 চা চামচতন্দুরি মশল
  4. 4কোয়া রসুন বাটা
  5. 1 চিমটি হলুদ গুঁড়ো
  6. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  7. স্বাদমত নুন
  8. 2 চা চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ ভাল করে ধুয়ে পরিস্কার করে নিতে হবে। এরপর লম্বালম্বি করে কাটিতে গুজে নিতে হবে।

  2. 2

    একটি পাত্রে টক দই ফেটিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে তন্দুরি মশল, রসুন বাটা,হলুদগুঁড়ো,লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কাঠিতে গোজা চিংড়ি মাছগুলোর গায়ে মিশ্রণটি ভালো করে লাগিয়ে দিতে হবে। ম্যারিনেসনটা 10 মিনিটের জন্য রেস্ট করতে দিতে হবে।

  3. 3

    এরপর একটি কড়ায় তেল গরম করে 5 মিনিট এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর তন্দুরির পোড়াভাবটা আনার জন্য গ্যাসের আঁচে সামান্য পুড়িয়ে নিন।

  5. 5

    গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ivy Chatterjee
Ivy Chatterjee @cook_23790829
কলকাতা
স্কুল টিচার, রান্না করা আমার প্যাসন
আরও পড়ুন

Similar Recipes