তন্দুরি রুটি রেসিপি (Tandoori Roti Recipe In Bengali)

Binita Garai
Binita Garai @cook_24689689
Vill+ Post - Mankar, Dist - Purba Bardhaman, Pin - 713144

ইস্ট ছাড়া, ওভেন ছাড়া রেস্টুরেন্টের মতো নরম তন্দুরি রুটি রেসিপি।

আমরা সবাই রুটি বানিয়ে খেয়েই থাকি। বাড়িতেই রেস্টুরেন্টর মত তন্দুরি রুটি বানিয়ে চিকেনের সাথে খেলে রেস্টুরেন্ট যেতে আর ইচ্ছা করবে না।

তন্দুরি রুটি রেসিপি (Tandoori Roti Recipe In Bengali)

ইস্ট ছাড়া, ওভেন ছাড়া রেস্টুরেন্টের মতো নরম তন্দুরি রুটি রেসিপি।

আমরা সবাই রুটি বানিয়ে খেয়েই থাকি। বাড়িতেই রেস্টুরেন্টর মত তন্দুরি রুটি বানিয়ে চিকেনের সাথে খেলে রেস্টুরেন্ট যেতে আর ইচ্ছা করবে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪জনের জন্য
  1. ২ কাপময়দা -
  2. ১/২ কাপটক দই -
  3. ২ চা চামচচিনি -
  4. স্বাদ মতো লবণ
  5. ১ চা চামচবেকিং পাউডার -
  6. ১/২ চা চামচবেকিং সোডা -
  7. ৩ টেবিল চামচসাদা তেল -
  8. ১/৩ কাপদুধ -

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে ময়দা টা নুন, চিনি, টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা, সাদা তেল দিয়ে মিশিয়ে নিয়ে ঈষৎ উষ্ণ দুধ দিয়ে মাখিয়ে নিতে হবে।

  2. 2

    মাখানো হয়ে গেলে ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ৩ ঘন্টার জন্য। (ফ্রিজে রাখার দরকার নেই)

  3. 3

    ৩ ঘন্টা পর আর একবার ভালো করে মেখে নিয়ে ময়দা দিয়ে তন্দুরি রুটির মত বেলে নিয়ে তাওয়া গরম করে রুটি গুলো করে নিয়ে একটু করে সেকে নিতে হবে। (আপনারা চাইলে বাটার রুটির ওপর লাগিয়ে একটু সেঁকে নিলে বাটার তন্দুরি রুটি হয়ে যাবে)।

  4. 4

    আমি একটু ভালো স্বাদের জন্য বাটার এর ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর এই তন্দুরি রুটি গরম গরম চিকেন হোক বা ডিম সবার সাথে জাস্ট জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Binita Garai
Binita Garai @cook_24689689
Vill+ Post - Mankar, Dist - Purba Bardhaman, Pin - 713144
রান্না আমার শখ।
আরও পড়ুন

Similar Recipes