চপ ফিসফিস (chop fishfish recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#monsoon2020 বাড়িতে এক্সট্রা বা বেঁচে যাওয়া কাঁচা বা ভাজা মাছ দিয়ে তৈরী লোভনীয় স্ন‍্যাক্স।

চপ ফিসফিস (chop fishfish recipe in Bengali)

#monsoon2020 বাড়িতে এক্সট্রা বা বেঁচে যাওয়া কাঁচা বা ভাজা মাছ দিয়ে তৈরী লোভনীয় স্ন‍্যাক্স।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট - ১ ঘন্টা
২জন
  1. ২পিস ভেটকি/আর/রুই/কাতলা/বাসা মাছ (কাঁচা/ভাজা) (কাঁটা ছাড়ানো)
  2. বড়পেঁয়াজ (কুচি করা)
  3. ১ আঁটিধনেপাতা
  4. ২ - ৩কাঁচাল‌ঙ্কা
  5. রসুন কোয়া
  6. ১ চা চামচলেবুর রস
  7. স্বাদমতোলবণ
  8. ১ টেবিল চামচভাজামশলা
  9. ১ চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. ২ স্লাইসপাঁউরুটি
  11. ১ টেবিল চামচকর্নফ্লাওয়ার
  12. প্রয়োজনমতোব্রেডক্রাম্ব
  13. প্রয়োজনমতোসাদা তেল (ভাজার জন‍্য)

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট - ১ ঘন্টা
  1. 1

    মাছ কাঁচা হলে পেঁয়াজ, কর্নফ্লাওয়ার ও তেল বাদে সমস্ত উপকরণ মিক্সিতে দিয়ে একটা আঠালো মিশ্রণ বানাতে হবে।

  2. 2

    এবার মিশ্রণটিকে প‍্যানে ১ চামচ তেল গরম করে টস্ করে নিতে হবে যাতে মাছের জল ও কাঁচা গন্ধ চলে যায়।

  3. 3

    ভাজা মাছ হলে কাঁটা ছাড়িয়ে আগের পদ্ধতিতে মিশ্রণ বানিয়ে নিতে হবে, তবে প‍্যানে দিয়ে আর মিশ্রণকে ভাজতে হবে না।

  4. 4

    মিশ্রণ স্বাভাবিক তাপমাত্রায় এলে (যদি গরম থাকে) ওর মধ‍্যে পেঁয়াজকুচি দিয়ে হাতের চেটোয় তেল লাগিয়ে খানিকটা অংশ নিয়ে চপের আকারে গড়ে নিতে হবে।

  5. 5

    চপগুলোকে কর্নফ্লাওয়ার স্লারিতে ডুবিয়ে ব্রেডক্রাম্বে কোট করে ১৫ মিনিট থেকে আধঘন্টা ফ্রিজে রেখে ভাজার খানিক আগে বের করে রাখতে হবে।

  6. 6

    প‍্যানে বেশ খানিকটা তেল গরম করে চপগুলোকে মাঝারি আঁচে সোনালি রঙ করে ডিপফ্রাই করে নিতে হবে।

  7. 7

    গরম চায়ের সাথে পরিবেশন করতে হবে চপ ফিসফিস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes