কাতলা মাছের কালিয়া (Katla Macher Kaliya Recipe In Bengali)

Binita Garai
Binita Garai @cook_24689689
Vill+ Post - Mankar, Dist - Purba Bardhaman, Pin - 713144

#ebook2
নববর্ষ রেসিপি

আমরা সাধারনত মাছের ঝোল ভাত খেয়েই থাকি। এছাড়াও দই কাতলা বানিয়ে থাকি আজকের কাতলা মাছের কালিয়া রেসিপি একদম অন্য রকম আর খেতেও দারুণ।

কাতলা মাছের কালিয়া (Katla Macher Kaliya Recipe In Bengali)

#ebook2
নববর্ষ রেসিপি

আমরা সাধারনত মাছের ঝোল ভাত খেয়েই থাকি। এছাড়াও দই কাতলা বানিয়ে থাকি আজকের কাতলা মাছের কালিয়া রেসিপি একদম অন্য রকম আর খেতেও দারুণ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জনের জন্য
  1. ৬ টুকরোকাতলা মাছ
  2. ১ টাপেঁয়াজ (বড় সাইজের)
  3. ৬-৭ কোয়ারসুন
  4. ২ইঞ্চিআদা
  5. ৪-৫ টিকাঁচা লঙ্কা (আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন)
  6. ১/৩কাপধনেপাতা
  7. ১/৪চা চামচগোটা জিরে
  8. ১চা চামচহলুদ গুঁড়ো
  9. ১চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  10. ১/২চা চামচজিরে গুঁড়ো
  11. ১/২চা চামচধনে গুঁড়ো
  12. ১/৩চা চামচগরম মশলা গুঁড়ো
  13. ১ টি টমেটো(বড় সাইজের)

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে ।

  2. 2

    তারপর আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিতে হবে। টমেটো আলাদা করে পেস্ট করে নিতে হবে।

  3. 3

    মাছ ভাজা করায় এ আর একটু তেল দিয়ে গোটা জিরে ফোরন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে কষিয়ে নিতে হবে ৬-৮ মিনিট মাঝারি আঁচে ।

  4. 4

    মশলা থেকে কাঁচা রসুনের গন্ধ বেরিয়ে গেলে হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে।

  5. 5

    মশলা থেকে তেল ছাড়লে টমেটো পেস্ট দিয়ে আরো ৫-৬ মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে স্বাদমতো নুন দিয়ে দিতে হবে ।

  6. 6

    জল একটু ফুটে উঠলে ভাজা মাছ গুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ৫ মিনিটের জন্য । ৫ মিনিট পর গরম মশলা গুঁড়ো ধনেপাতা কুচি চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম ভাত এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Binita Garai
Binita Garai @cook_24689689
Vill+ Post - Mankar, Dist - Purba Bardhaman, Pin - 713144
রান্না আমার শখ।
আরও পড়ুন

Similar Recipes