কাতলা মাছের ঝোল(Katla macher jhol recipe in bengali)

Mallika Sarkar
Mallika Sarkar @Iluvcooking__04

#ফেব্রুয়ারি২
#মাছেরঝোল
বাঙালী মানেই রোজকাল মাছের ঝোল ভাত খুব প্রিয়। কাতলা মাছের ঝোল করেছি আজ

কাতলা মাছের ঝোল(Katla macher jhol recipe in bengali)

#ফেব্রুয়ারি২
#মাছেরঝোল
বাঙালী মানেই রোজকাল মাছের ঝোল ভাত খুব প্রিয়। কাতলা মাছের ঝোল করেছি আজ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ২ টুকরোকাতলা মাছ
  2. ২ টিলম্বা করে কাটা আলু
  3. ১/২ চা চামচকরে রসুন আর পেঁয়াজবাটা
  4. ১/৪ চা চামচজিরে বাটা
  5. ১ টা করে লাল লঙ্কা বাটা আর চেরা
  6. ১/২টেমাটো পেষ্ট করা
  7. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদমতোনুন
  9. ৫ চা চামচতেল
  10. ১/৪ চা চামচগোটা জিরে
  11. ১.৫ কাপহালকা গরম জল
  12. ১ চা চামচগরমমসলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    নুন হলুদ মেখে মাছ,আলু ভেজে নিতে হবে।

  2. 2

    তেলে জিরে ফোঁড়ন দিয়ে পেঁয়াজ,রসুন,জিরে,টোমাটো, লঙ্কা,নুন, হলুদ দিয়ে কষিয়ে গরম জল দিতে হবে।

  3. 3

    আলু দিয়ে দেবো।

  4. 4

    ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে লো ফ্লেমে ঢেকে রাখবো মিনিট পাঁচেক।

  5. 5

    নামানোর আগে ১/৪ চামচ গরমমশলা গুঁড়ো,লঙ্কা ছড়িয়ে নামাতে হবে।

  6. 6

    গরম ভাতের সঙ্গে পরিবেশন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Sarkar
Mallika Sarkar @Iluvcooking__04

Similar Recipes