ট্রাই কালার মার্বেল কেক( tri colour marble cake recipe in Bengal

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#India2020
#ebook2
#নববর্ষের রেসিপি
#ময়দার রেসিপি
এই কেকটি তিনটি কালার দিয়ে তৈরি করা স্বাধীনতা দিবসের দিনে এরকম একটি কেক থাকলে খুবই উপযোগী হয় এবং কালারফুল হওয়ার জন্য এটা খেতে যেমন সুন্দর দেখতে সুন্দর।

ট্রাই কালার মার্বেল কেক( tri colour marble cake recipe in Bengal

#India2020
#ebook2
#নববর্ষের রেসিপি
#ময়দার রেসিপি
এই কেকটি তিনটি কালার দিয়ে তৈরি করা স্বাধীনতা দিবসের দিনে এরকম একটি কেক থাকলে খুবই উপযোগী হয় এবং কালারফুল হওয়ার জন্য এটা খেতে যেমন সুন্দর দেখতে সুন্দর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
চারজন
  1. ২ কাপ ময়দা
  2. ২ কাপ চিনি
  3. পরিমান মতো গ্রীন ফুড কালার
  4. পরিমান মতো অরেঞ্জ ফুড কালার
  5. ১ চা চমচ ভ্যানিলা এসেন্স
  6. ১ চা চামচ বেকিং পাউডার
  7. ১ চা চামচ বেকিং সোডা
  8. ১ টেবিল চামচ ভিনেগার
  9. পরিমাণ মতো জল
  10. 4 চা চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দা এবং চিনি একটি ছাকনি সাহায্যে ছেঁকে নেব।

  2. 2

    এবার একটি পাত্রে বেকিং সোডা,বেকিং পাউডার, ভিনিগার ও জল দিয়ে গুলে নেব।

  3. 3

    এবার এই মিশ্রণটি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এরমধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব।

  4. 4

    তিনটি অংশে ব্যাটার টি ভাগ করে নেব এবার একটিতে অরেঞ্জ ফুড কালার একটিতে গ্রীন কালার একটা এমনি সাদা রেখে দেবো।

  5. 5

    এবার একটি পাত্রে অয়েল ব্রাশ করে নিচে পেপার লাগিয়ে বেকিং এর জন্য রেডি করে নেব

  6. 6

    এরমধ্যে কালার করা তিনটি বেটার প্রথমে একটা দিয়ে তার উপর পরপর বাকিগুলো দিয়ে কেকের জন্য তৈরি করে নেব।

  7. 7

    এবার একটি পিক এর সাহায্যে আমি ইচ্ছা মত ডিজাইন তৈরি করে নেব।

  8. 8

    একটি পাত্র কে প্রথমে 10 মিনিট প্রিহিট করে রাখতে হবে।

  9. 9

    আমি ওর মধ্যে এবার কেকের ব্যাটার টা বসিয়ে দেবো ।নিচে লবণ দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে তার উপর আমি কেকের টিন। বসাবো

  10. 10

    আমি এটাকে ৪০ মিনিটের জন্য হতে দেবো মিডিয়াম আছে।

  11. 11

    ৪০ মিনিট পর আমি খুলে দেখব কেক টা হয়েছে কিনা।

  12. 12

    কেকটা এবার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব

  13. 13

    এবার একটু ঠাণ্ডা করে এটাকে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes