ট্রাই কালার ফ্রুট কেক (tri colour fruit cake recipe in Bengali)

Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

#RDS
প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে চতুর্দিকে। বাড়ির গৃহিণীরা ও পিছিয়ে নেই, ট্রাই কালার দিয়ে নানা রকম ফুড আইটেম বানাতে ব্যস্ত।আমি তো বানালাম ট্রাই কালার ফ্রুট কেক।

ট্রাই কালার ফ্রুট কেক (tri colour fruit cake recipe in Bengali)

#RDS
প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে চতুর্দিকে। বাড়ির গৃহিণীরা ও পিছিয়ে নেই, ট্রাই কালার দিয়ে নানা রকম ফুড আইটেম বানাতে ব্যস্ত।আমি তো বানালাম ট্রাই কালার ফ্রুট কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০/৩২ মিনিট।
৩/৪ জন।
  1. 1 1/2 কাপ ময়দা
  2. 1 1/2 কাপ চিনি গুঁড়ো
  3. 1 চা চামচসোডা বাই কার্বনেট
  4. 3টেবিল চামচ মাখন
  5. 4টেবিল চামচ টক দই
  6. 1 কাপতরল দুধ
  7. 1 কাপকমলালেবুর রস
  8. 1চিমটে কেশরী রং
  9. 1 কাপসেদ্ধ মটরশুঁটির পেস্ট
  10. 6টেবিল চামচ গুঁড়ো দুধ
  11. 1/2 কাপভাঙা কাজু বাদাম
  12. 2টেবিল চামচ কিসমিস
  13. 2টেবিল চামচ চেরি ফল কুচি
  14. প্রয়োজন মত ফয়েল পেপার
  15. 4 ফোঁটাভ্যানিলা এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

৩০/৩২ মিনিট।
  1. 1

    একটা মাঝারি সাইজের পাত্রে ময়দা, চিনি গুঁড়ো, সোডা বাই কার্বনেট, গুঁড়ো দুধ, সামান্য ভাঙা কাজু বাদাম, সামান্য কিসমিস ও সামান্য চেরি ফল কুচি ও ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মিশিয়ে নিলাম। তিনটে পেয়ালাতে সমান ভাবে ভাগ করে নিলাম।

  2. 2

    প্রথম পেয়ালায় কমলালেবুর রস, এক টেবিল চামচ মাখন,এক চিমটি কেশরী রং ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিলাম। দ্বিতীয় পেয়ালায় টক দই, পরিমাণ মতো তরল দুধ দিয়ে মিশিয়ে ফেটিয়ে রাখলাম। তৃতীয় পেয়ালায় মটরশুঁটির পেস্ট টক দই ও দুধ দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম।

  3. 3

    এবার কেক তৈরির পাত্র টা ভালো করে ফয়েল পেপার কাটিং করে মুড়িয়ে নিলাম তারপর তৃতীয় পেয়ালায় মটরশুঁটির পেস্ট র মিশ্রণ টি ঢেলে দিলাম। মাইক্রো ওয়েভ - এ ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেডে সাত মিনিট রেখে দিলাম।

  4. 4

    সাত মিনিট পরে দ্বিতীয় পেয়ালার
    মিশ্রণ টি ঢেলে দিলাম। আবার সাত মিনিট রেখে দিলাম। সাত মিনিট পরে বের করে প্রথম পেয়ালার মিশ্রণটি ঢেলে দিলাম।উপরে কিছু ফ্রুটস কুচি ছড়িয়ে দিলাম আবার সতেরো মিনিট রেখে দিলাম।

  5. 5

    সতেরো মিনিট পরে একটা টুথ পিক দিয়ে দেখে নিলাম ঠিক মতো ভিতর টা শুকিয়ে গেছে।আমার ট্রাই কালার ফ্রুট কেক বানানো কমপ্লিট।

  6. 6

    আমার বানানো ট্রাই কালার ফ্রুট কেক পরিবেশনের জন্য প্রস্তুত ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

মন্তব্যগুলি

Similar Recipes