কমলা লেবুর কেক (kamala lebur cake recipe in Bengali)

Sukla Sil
Sukla Sil @Sukla4253

#CR
ক্রিসমাস রেসিপি
কুকপ্যাডের সকল এডমিন ও আমার সকল বন্ধুদের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আজ আমি বানিয়ে নিলাম অপূর্ব স্বাদের, কমলা লেবুর কেক।

কমলা লেবুর কেক (kamala lebur cake recipe in Bengali)

#CR
ক্রিসমাস রেসিপি
কুকপ্যাডের সকল এডমিন ও আমার সকল বন্ধুদের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আজ আমি বানিয়ে নিলাম অপূর্ব স্বাদের, কমলা লেবুর কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৮ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১ কাপ চিনি
  3. ১/৪ কাপ সাদা তেল
  4. ২ টি ডিম
  5. ৪ টি কমলা লেবু
  6. ১ টেবিল চামচ বেকিং পাউডার
  7. ১/২ চা চামচ বেকিং সোডা
  8. ২ ড্রপ অরেঞ্জ ফুড কালার
  9. ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স
  10. ১/৪ কাপ উইপিং ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    সবার প্রথমে চিনি গুঁড়ো করে নিতে হবে। একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা চেলে নিতে হবে।একটি কড়াই তে নিচে ২৫০ গ্ৰাম নুন দিয়ে, একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে, ১০ মিনিট প্রিহিট করে নিতে হবে।

  2. 2

    ২ ডিমের সাদা অংশ ফেটিয়ে সাদা ফোম বানিয়ে নিতে হবে। একটি কমলা লেবু থেকে ঘসে ঘসে, ১ টেবিল চামচ কমলা লেবুর জিস্ট বের করে নিতে হবে। ২ টি কমলা লেবু থেকে ১/২ কাপের মতো রস বের করে নিতে হবে।

  3. 3

    এবার ফেটানো ডিমের ফোমের মধ্যে গুঁড়ো চিনি ও সাদা তেল দিয়ে, আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরমধ্যে ডিমের কুসুম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ১/২ চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে হবে।এবার এরমধ্যে কমলা লেবুর জিস্ট মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে কমলা লেবুর রস মিশিয়ে নিতে হবে যাতে কেকের ব্যাটার পাতলা না হয়। এবার ২ ড্রপ অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এবার একটি কেক মোল্ডে, অয়েল ব্রাস করে বাটার পেপার দিয়ে, কেকের ব্যাটার ঢেলে ট্যাপ করে এয়ার ফ্রি করে, প্রিহিট করা কড়াই এর মধ্যে বসিয়ে বেক করতে হবে।

  5. 5

    ৪০ মিনিট পর ঢাকা খুলে একটি টুথপিক এর সাহায্যে চেক করে দেখে নিতে হবে, কেক সুন্দর ভাবে সবদিকে বেক হয়েছে কিনা।আমার কেকটি বেক করতে ৪৫ মিনিট সময় লেগেছে।

  6. 6

    এবার খুব ভালো করে ঠাণ্ডা করে নিয়ে, কেক ডিমোল্ড করে নিতে হবে। এবার এরমধ্যে উইপ ক্রিম লাগিয়ে পছন্দ মত ডিজাইন করে চারিদিকে কমলা লেবুর কোয়া দিয়ে সাজিয়ে নিতে হবে।

  7. 7

    এবার নিজের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sukla Sil
Sukla Sil @Sukla4253
https://youtube.com/channel/UCq9b2E6vs38zzAsUlvFT7_Q
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes