নিউটেলা স্টাফড কুকিজ(nutella stuffed cookies in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#NoOvenBaking

মাস্টার সেফ নেহাজীর কাছ থেকে শেখা এই নিউটেলা স্টাফড কুকিজ,যার প্রতিটি কামড়ে আছে চকোলেটের তরল স্বাদ।শিশু থেকে বয়স্ক সকলেরই ভালো লাগবে এ এমনই এক কুকিজ।অনেক ধন্যবাদ আপনাকে।আমার কিছু উপাদানের অনুপস্থিতিতে এর স্বাদের কিন্তু বদল ঘটাতে পারে নি।চেষ্টা করেছি আমি নিজের মতো করে।

নিউটেলা স্টাফড কুকিজ(nutella stuffed cookies in Bengali)

#NoOvenBaking

মাস্টার সেফ নেহাজীর কাছ থেকে শেখা এই নিউটেলা স্টাফড কুকিজ,যার প্রতিটি কামড়ে আছে চকোলেটের তরল স্বাদ।শিশু থেকে বয়স্ক সকলেরই ভালো লাগবে এ এমনই এক কুকিজ।অনেক ধন্যবাদ আপনাকে।আমার কিছু উপাদানের অনুপস্থিতিতে এর স্বাদের কিন্তু বদল ঘটাতে পারে নি।চেষ্টা করেছি আমি নিজের মতো করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা১০মিনিট
৪জন
  1. ৯০গ্রাম ময়দা
  2. ৫০গ্রাম চিনির গুঁড়ো
  3. ৫৫গ্রাম ঘি বাটার মিলিয়ে(নর্মাল)
  4. ১/৮চা চামচ বেকিং সোডা
  5. ১চিমটি বেকিং পাউডার
  6. ১টেবিল চামচ চকো চিপ্স
  7. ১টেবিল চামচ দুধ
  8. ৪ফোঁটা ভ্যানিলা এসেন্স
  9. ৩-৫ টেবিল চামচ নিউটেলা(১/২চামচ করে)
  10. ১/২চা চামচ আরও একটু চকোচিপ্স কুকিজের উপরে দেওয়ার জন্য

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা১০মিনিট
  1. 1

    প্রথমে চিনির গুঁড়ো ও ঘি-বাটারের মিশ্রণ স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।মাপ গুলো যেন সঠিক হয় সেদিকে খেয়াল রেখেই করতে হবে এই কুকিজ।

  2. 2

    ময়দা,বেকিং সোডা ও বেকিং পাউডার একসঙ্গে চেলে নিতে হবে চালুনিতে।তারপর মিশিয়ে নিতে হবে এই ঘি-বাটার-চিনির মিশ্রণের সাথে অল্প অল্প করে দিয়ে।

  3. 3

    দুধ ও ভ্যানিলা এসেন্স দিয়েও মাখিয়ে নিতে হবে এখনই।চকোচিপ্স মিশিয়ে নিয়ে এই ময়দার পাত্র ৩০মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে একটা টাইট ঢাকা দিয়ে চেপে।

  4. 4

    নিউটেলা চামচে করে তুলে ১/২চামচ মাপে রেখে দিতে হবে ডিশের উপর।তারপর তাকে ফ্রিজারে রাখতে হবে কম করে ৩০মিনিট।

  5. 5

    ৩০মিনিট পর ময়দার ডো ফ্রিজ থেকে বার করে তা থেকে এক একটা মাঝারি সাইজের বল গড়ে নিয়ে মাঝখানে আঙ্গুল দিয়ে গর্ত করে ঢুকিয়ে দিতে হবে নিউটেলার গোলাগুলি।চারিদিক হাত দিয়ে চেপে সমান করে উপর দিয়ে আরেকটু চেপে দিলেই কুকিজ তৈরি।

  6. 6

    এই কুকিজ গুলো এবারে বাটার পেপার ছড়ানো বেকিং ট্রের উপর নির্দিষ্ট ব্যবধানে দূরত্ব বজায় রেখে বসিয়ে দিতে হবে পরপর।আগে থেকেই গ্যাসে একটা পুরনো কড়াই এ দু কাপ নুন দিয়ে তার মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে প্রি-হিট করে নিতে হবে ৩-৪মিনিট।এখানেই বেক করা হবে কুকিজগুলো।খুব সাবধানে করতে হবে এই কাজ।কেননা কড়াই ও স্ট্যান্ড উভয়ই থাকবে ভীষণই গরম।

  7. 7

    ২০মিনিট এইভাবেই ঢাকা দিয়ে,গ্যাসের ফ্লেম একদম কমিয়ে বেক করে নিতে হবে কুকিজগুলো।হয়ে এলে এর গন্ধ এমনিই ছড়িয়ে পড়বে চারপাশে।

  8. 8

    গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে এই ট্রে।দেখা যাবে ফুলে এরা এতটাই বড় হয়ে গেছে যে একে-অপরের গায়ের সাথে লেগে গেছে।পরে হাত দিতেই এরা নিজেদের সাইজ অনুযায়ী বেরিয়ে আসবে।ঠান্ডা হলেই মুচমুচে হয়ে যাবে এরা।

  9. 9

    এবারে চা বা দুধের সাথে পরিবেশন করো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes