ডিম কারি(egg curry recipe in Bengali)

Arpita Banerjee Chowdhury
Arpita Banerjee Chowdhury @cook_25575199

ডিম কম বেশি সবার খুব পছন্দের।এই কারি টি খুব কম সময়ে ছোট জলদি হর যায়।ভাত রুটি পরোটা লুচি সবার সাথেই ভালো লাগে।

ডিম কারি(egg curry recipe in Bengali)

ডিম কম বেশি সবার খুব পছন্দের।এই কারি টি খুব কম সময়ে ছোট জলদি হর যায়।ভাত রুটি পরোটা লুচি সবার সাথেই ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ২ টি সেদ্ধ ডিম
  2. ২ টি সেদ্ধ আলু
  3. ১ টি মাঝারি মাপের পিয়াজ কুচি
  4. ১চা চামচআদা বাটা
  5. ১/২ চা চামচ রসুন বাটা
  6. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  7. ১/২ চা চামচ ধনে গুঁড়া
  8. ১/২ চা চামচকাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  9. ২ টি কাঁচা লঙ্কা
  10. ১ টি টমেটো কুচি
  11. ১/২ চা চামচ কসুরি মেথি
  12. ১/২ চা চামচ চিনি
  13. পরিমাণ মতো তেল
  14. স্বাদ অনুযায়ীনুন
  15. ১/২ চা চামচ হলুদ গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে কড়া তে তেল দিয়ে ডিম ও আলু সেদ্ধ গুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিন।

  2. 2

    এবার কড়া তে একে একে পিয়াজ কুচি,আদা বাটা,রসুন বাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কোষুন।

  3. 3

    এবার টমেটো কুচি দিন। বাকি মশলা গুঁড়া ও চিনি দিয়ে ভালো করে কোশুন।

  4. 4

    তেল ছেড়ে আসলে মশলা থেকে জল দিয়ে ঢেকে দিন।একটু ঘন হয়ে আসলে আলু ও ডিম দিন।

  5. 5

    মাখা মাখা হলে আসলে উপর থেকে কাশুরি মেথি হাতে গুঁড়ো করে ছড়িয়ে দিন।

  6. 6

    গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Banerjee Chowdhury

Similar Recipes