ডিমের কিমা মশলা (dimer keema masala recipe in Bengali)

Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

সপ্তাহ ১
#স্পাইসি
ডিমের এই রান্না টা খুব তাড়াতাড়ি তৈরী করা যায়। রুটি, পরোটা বা রাইস সবার সঙ্গে দারুন লাগে।

ডিমের কিমা মশলা (dimer keema masala recipe in Bengali)

সপ্তাহ ১
#স্পাইসি
ডিমের এই রান্না টা খুব তাড়াতাড়ি তৈরী করা যায়। রুটি, পরোটা বা রাইস সবার সঙ্গে দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
2 জন
  1. 3টিসেদ্ধ ডিম
  2. 1টিবড় পেঁয়াজ
  3. 1টিমাঝারি টমেটো
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 1 চা চামচধনে গুঁড়ো
  7. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  8. 1/4 কাপমটরশুঁটি
  9. 1/2 চা চামচকসুরি মেথি গুঁড়ো
  10. 2টেবিল চামচটকদই
  11. 1টেবিল চামচ মালাই
  12. 3টেবিল চামচ সাদা তেল
  13. 1টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  14. 1/3 চা চামচহলুদ গুঁড়ো
  15. স্বাদ অনুযায়ীলবণ
  16. 1/2 কাপজল

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    সেদ্ধ ডিম কুচি করে কেটে নিতে হবে। তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ নরম হয়ে গেলে এতে আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে ভাজতে হবে। টমেটো নরম হলে এরমধ্যে সব গুঁড়ো মসলা দিয়ে কষাতে হবে। এতে মটরশুঁটি দিয়ে কষাতে হবে। এরপর সেদ্ধ ডিমের কুচি দিয়ে ভালো করে কষিয়ে, ফেটিয়ে রাখা টকদই মিশিয়ে কষাতে হবে। মিশ্রণ থেকে তেল ছেড়ে এলে এরমধ্যে জল দিয়ে ফুটতে দিতে হবে।

  2. 2

    ঝোল ফুটে ঘন হয়ে গেলে এতে কসুরি মেথি গুঁড়ো আর মালাই(fresh cream) দিয়ে মিশিয়ে নিয়ে, নামিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

Similar Recipes