পিংপং এগ বল (ping pong egg ball recipe in Bengali)

Piyali Banerjee
Piyali Banerjee @cook_26078173
Hooghly


#আমারপ্রথমরেসিপি
#priyorecipe
#swad

লকডাউনে ছোট থেকে বড় সকলের জন্য মুখরোচক স্নাক্স

পিংপং এগ বল (ping pong egg ball recipe in Bengali)


#আমারপ্রথমরেসিপি
#priyorecipe
#swad

লকডাউনে ছোট থেকে বড় সকলের জন্য মুখরোচক স্নাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টে মাঝারিআলু
  2. ১টা বড়পেঁয়াজ কুচি
  3. ১চা চামচআদা কুচি
  4. ১৫ গ্ৰামধনেপাতা কুচি
  5. ১ কাপচীনা বাদাম আধা ভাঙ্গা
  6. ২কাপ পাউরুটির গুঁড়ো
  7. ২চা চামচনুন
  8. ২টিডিম (সেদ্ধ করে টুকরো টুকরো করা)
  9. ২চা চামচমৌরি-(গুঁড়ো)
  10. ৩টিশুকনো লঙ্কা (গুঁড়ো)
  11. ৩টিকাঁচা লঙ্কা
  12. ২চা চামচচাট মশলা গুঁড়ো
  13. ২৫০গ্ৰামতেল
  14. ৫চা চামচ কর্ণফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আলু গুলো ভালো করে সেদ্ধ করে নিয়ে, মেখে নিলাম।

  2. 2

    তারপর মেখে রাখা সেদ্ধ আলু সাথে একে একে সব উপকরণ - পেঁয়াজ কুচি,আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি,চাট মশলা,ব্রেটকাম ১কাপ, চিনা বাদাম আধা ভাঙ্গা,নুন সব দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।

  3. 3

    মেখে রাখা পর, হাতের সাহায্যে গোল গোল বলে মতন তৈরি করে রাখতে হবে।

  4. 4

    গোল গোল বলে মধ্যে,সেদ্ধ ডিমের টুকরো অল্প পরিমাণে দিতে হবে।

  5. 5

    তারপর বল গুলির গাঁয়ে একে একে মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো লাগাতে হবে।

  6. 6

    একটা বাটিতে কনফ্লায়ার অল্প জলে গুলে রাখতে হবে।

  7. 7

    তারপর একটি কড়াইতে সাদা তেল গরম করতে হবে।

  8. 8

    তেল অল্প গরম হলে, একে একে তৈরি করে রাখা বল গুলিকে, কনফ্লায়ার গুলে রাখা জলে ডুবিয়ে,গাঁয়ে ব্রেটকাম লাগিয়ে,গরম গরম তেলে,লাল লাল করে ভেজে তুলে নিন।

  9. 9

    গরম গরম পরিবেশন করুন মেয়োনিজ বা টমেটো সস দিয়ে, চা কিংবা কফি সাথে। জোমে যাবে আড্ডা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Piyali Banerjee
Piyali Banerjee @cook_26078173
Hooghly

Similar Recipes