ফিশ ব্রেড বল (Fish bread ball recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#মাছের রেসিপি
#ভাজার রেসিপি
#আমিরান্নাভালোবাসি
খুব সহজ এবং সুস্বাদু একটি রেসিপি।

ফিশ ব্রেড বল (Fish bread ball recipe in Bengali)

#মাছের রেসিপি
#ভাজার রেসিপি
#আমিরান্নাভালোবাসি
খুব সহজ এবং সুস্বাদু একটি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
4জন
  1. 3 টে কাতলা মাছের পেটি
  2. 10 টাপাউরুটির স্লাইজ
  3. 1 চিমটিহলুদ গুরো
  4. 1/4 চা চামচলঙ্কা গুরো
  5. 1/4 চা চামচচাট মশলা
  6. 1/4 চা চামচগরম মশলা গুরো
  7. স্বাদ মতোনুন
  8. 2 চা চামচধনেপাতা কুচি
  9. 3টেবিল চামচ গ্রেট করা চীজ
  10. 2টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  11. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    পাউরুটির ধার গুলো কেটে বাদ দিয়ে পাউরুটি গুলো হাত দিয়ে গুরো করে রাখতে হবে। ফ্রাইং প্যানে 4-5 টেবিল চামচ তেল গরম করে নিতে হবে।

  2. 2

    মাছের পিস গুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে হাল্কা করে ভেজে নিতে হবে। এখন ঐ ভাজা মাছ গুলো থেকে সব কাঁটা ছাড়িয়ে রাখতে হবে।

  3. 3

    এবার ঐ ছাড়িয়ে রাখা মাছের সাথে পাউরুটি,গ্রেট করা চীজ, নুন, চাট মশলা, লঙ্কা গুরো, গরম মশলা গুরো, ধনেপাতা কুচি সব একসাথে ভালো করে মেখে বলের আকাড়ে গড়ে নিতে হবে।

  4. 4

    একটা প্লেটে কর্নফ্লাওয়ার রেখে সব গুলো বল ঐ কর্নফ্লাওয়ার এর মধ্যে মাখিয়ে নিতে হবে।

  5. 5

    কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে ডোবা তেলে বল গুলো ভেজে নিতে হবে।

  6. 6

    সার্ভিং প্লেটে সস্ ও স্যালাট এর সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় সবার মুখে হাসি ফুটবেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes