স্টাফড কাশ্মীরি দম আলু (stuffed Kashmiri aloo dum recipe in Bengali)

Dona Saha
Dona Saha @cook_26039158

খুব সামান্য জিনিষ দিয়ে ছোট জলদি একটি সুন্দর খাওয়া । লুচি ,পরোটারর সাথে দারুন খেতে লাগে। বাসন্তী পোলাও এর সাথেও দারুন জমে।

স্টাফড কাশ্মীরি দম আলু (stuffed Kashmiri aloo dum recipe in Bengali)

খুব সামান্য জিনিষ দিয়ে ছোট জলদি একটি সুন্দর খাওয়া । লুচি ,পরোটারর সাথে দারুন খেতে লাগে। বাসন্তী পোলাও এর সাথেও দারুন জমে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জন
  1. ৬ টা সেদ্ধ আলু
  2. ১ টাবড় এলাচ
  3. ১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  4. ১ চা চামচআমচুর গুঁড়ো
  5. ১/২ কাপ সাদা তেল
  6. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  7. ১০০ গ্রাম পানির
  8. ১/২ কাপসেদ্ধ মটরশুটি
  9. ৪ চা চামচ টক দই
  10. ১ টা দারচিনি
  11. ৭-৮ টাগোলমরিচ
  12. ১ চা চামচ ধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    আলু - সেদ্ধ আলু গুলো অর্ধেক করে কেটে মাঝের কিছু টা অংশ চামচের সাহায্যে গোল করে কেটে নিতে হবে।আলো টা ২ টা সিটি দিয়ে কিছু ক্ষণ ভাপে রেখে দিতে হবে। ৫ মিনিট পরে ভাপ তা বের করে নিলেই আলু রেডি stuffing এর জন্য।

  2. 2

    Stuffing- ১০০ গ্রাম পানির কে ভালো ভাবে গুঁড়িয়ে নিয়ে তাতে নুন, হলুদ, আমছুর গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    পুর ভরা- সেদ্ধ করে আলু গুলো যে গর্ত করা হয়েছিল তার মধ্যে ওই পানির এর মিশ্রণ টি ভরে দিতে হবে। এবার এক এক করে সবগুলো আলো হালকা করে ভেজে নিতে হবে।

  4. 4

    ঝোল- কড়াই তে সরষে র তেল গরম করার নিতে হবে। একবারে একটা বড় এলাচ আর একটা দারচিনি ফরণে দিতে হবে। একটা লাল হয়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে ভেজে নিয়ে সাথে সাথে জল দিয়ে দিতে হবে। নাহলে মসলা তা পুড়ে যেতে পারে।

  5. 5

    এবার ওই ভাজা মসলা যে ফেটানো টক দই, নুন আর চিনি পরিনাম মতো দিয়ে ঝোল তা রেডি করতে হবে।

  6. 6

    ঝোল টা যখন ফুটছে তখন ভেজে রাখা আলু আরে সেদ্ধ করা করাইসুটি গুলো দিয়ে lid দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল টা ভালো মতো আলু র মধ্যে ঢুকে গেল ৫ -৭ মিনিট গ্যাস তা বন্ধ করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dona Saha
Dona Saha @cook_26039158

মন্তব্যগুলি (7)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Baah!! Darun recipe pelam.
Khub bhalo hoyeche..
Amar recipe gulo parle dekho..bhalo lagle comment dio💐

Similar Recipes