চিংড়ি মাছের মালাইকারী (chingri macher malai curry recipe in Bengali)

Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

#ebook2
আপাতদৃষ্টিতে চিংড়ি , মাছের তালিকাভুক্ত না হলেও বাঙালিরা কিন্ত এটিকে মাছেদের শীর্ষে স্থান দিয়েছে । আর সেইজন্যই তো জামাই আপ্যায়নে চিংড়ি মাছের মালাইকারী হল অপরিহার্য পদ ।

চিংড়ি মাছের মালাইকারী (chingri macher malai curry recipe in Bengali)

#ebook2
আপাতদৃষ্টিতে চিংড়ি , মাছের তালিকাভুক্ত না হলেও বাঙালিরা কিন্ত এটিকে মাছেদের শীর্ষে স্থান দিয়েছে । আর সেইজন্যই তো জামাই আপ্যায়নে চিংড়ি মাছের মালাইকারী হল অপরিহার্য পদ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ৪ টি গলদা চিংড়ি (বড়)
  2. ৫-৬ টেবিল চামচ সাদা তেল
  3. ১/২ বাটি নারকেলের ঘন দুধ
  4. ২ টেবিল চামচ রসুন বাটা
  5. ২ চা চামচ কাশ্মিরী লঙ্কার গুঁড়ো
  6. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ চিনি
  9. স্বাদ মতোনুন
  10. ২-৩ টি দারচিনির টুকরো(মাঝারি)
  11. ২-৩ টি ছোট এলাচ
  12. ২ টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি ফ্রাইং প্যানে ৩ টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে ভালো করে ধুয়ে পরিস্কার করে রাখা ৪ টি গলদা চিংড়ি একটু সাঁতলে নিতে হবে (চিংড়ির মাঝ বরাবর একটি করে কাঠি গেঁথে দিতে হবে,যাতে মাছের মাথা ও ধড় আলাদা না হয়ে যায়)।এবার ঐ ফ্রাইং প্যানেতেই আর ৩ টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে ২ টি তেজপাতা, ২-৩ টি দালচিনির টুকরো(মাঝারি) ও ২-৩ টি ছোট এলাচ ফোড়ন দিতে হবে ।

  2. 2

    এবার এক -এক করে ২ টেবিল চামচ রসুন বাটা, ২ চা চামচ কাশ্মিরী লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ চিনি ও নুন স্বাদ মতো দিয়ে একটু কষে নিতে হবে ।

  3. 3

    কষা হলে তাতে ১/২ বাটি নারকেলের ঘন দুধ ঢেলে দিয়ে সামান্য জল দিয়ে ঢিমে আঁচে ৫ মিনিট ফুটিয়ে নিয়ে আগের থেকে সাঁতলে রাখা ৪ টি গলদা চিংড়ি দিয়ে ২ মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে । ২ মিনিট পর ফ্রাইং প্যানের থেকে নামিয়ে সাদা ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে চিংড়ি মাছের মালাইকারী ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

Similar Recipes