কাশ্মীরি দম আলু (Kashmiri dum aloo recipe in Bengali)

Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15729055
Kolkata

দ্য ফ্লেভার চ্যালেঞ্জ
#স্পাইসি রেসিপি
কাশ্মীরি দম আলু খুব জনপ্রিয় একটা নিরামিষ পদ। যেটা নান, পরোটা অথবা ভাতের সাথে সার্ভ করা হয় । যেটা মুলত ছোটো আলু আর দইয়ের গ্রেভি দিয়ে রান্না করা হয় সাথে বিশেষ কিছু মশলার সহযোগে ।

কাশ্মীরি দম আলু (Kashmiri dum aloo recipe in Bengali)

দ্য ফ্লেভার চ্যালেঞ্জ
#স্পাইসি রেসিপি
কাশ্মীরি দম আলু খুব জনপ্রিয় একটা নিরামিষ পদ। যেটা নান, পরোটা অথবা ভাতের সাথে সার্ভ করা হয় । যেটা মুলত ছোটো আলু আর দইয়ের গ্রেভি দিয়ে রান্না করা হয় সাথে বিশেষ কিছু মশলার সহযোগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম ছোটো আলু
  2. পরিমাণ মতোভাজা মশলার জন্য
  3. ১/২ চা চামচ মৌরি
  4. ১/২ চা চামচ জিরে
  5. ১/২ চা চামচ গোটা ধনে
  6. ১/২ চা চামচ গোলমরিচ
  7. ২ টো লবঙ্গ
  8. ২ টো এলাচ
  9. ১ টুকরো দারচিনি
  10. ১/২ জৈত্রী
  11. বাকী মশলা ঃঃ
  12. ১/২ চা চামচ লাল লঙ্কা বাটা
  13. ১.৫ চা চামচ কাশ্মরি লংকা গুঁড়ো
  14. ১/২ চা চামচ আদাবাটা
  15. ফোঁড়নের জন্য
  16. ১ টা বড় এলাচ
  17. ১ টুকরো দারচিনি
  18. ১/২ চা চামচ শাজিরা
  19. ১/৪ চা চামচ হিং
  20. ১/২ চা চামচ হলুদ
  21. স্বাদ মতো নুন
  22. ২০০ গ্রাম টকদই
  23. ১/২ কাপ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    আলুগুলো ভালো করে ধুয়ে সামান্য নুন দিয়ে
    কুকারে ২ টো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে । এবার ঠান্ডা হলে আলুর খোসা ছাড়িয়ে একটা টুথপিক দিয়ে আলুগুলো ফুটো করে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায় ।তারপর ১/২ চা চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো মাখিয়ে নিতে হবে ।

  2. 2

    এবার কড়াইয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে
    সেদ্ধ করা আলুগুলো লালচে করে ভেজে নিতে হবে ।

  3. 3

    অন্য দিকে ভাজা মশলার জন্য প্যানে সমস্ত মশলাগুলো দিয়ে মিনিট ৩ মতো লো ফ্লেমে রেখে ভাজতে হবে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। ভাজা হলে মশলাগুলো গুঁড়ো করে নিতে হবে ।

  4. 4

    এবার দইয়ের মধ্যে ১ চামচ ভাজা মশলা, আদাবাটা আর লংকাবাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যাতে কোনো দলা না থাকে ।

  5. 5

    এবার কড়াইয়ে বাকী তেল দিয়ে ফোঁড়নের জন্য মশলাগুলো দিয়ে লো ফ্লেমে রেখে হলুদ গুঁড়ো, হিং আর ১ চা চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো দিয়ে ভাজা হলে দইয়ের মিশ্রনটা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে কষাতে হবে। এবার তাতে নুন দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে ।

  6. 6

    মশলা থেকে তেল ছেড়ে আসলেই ভেজে রাখা আলুগুলো দিয়ে গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে । ফুটে উঠলে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে ১০ মিনিট মতো ।

  7. 7

    এবার আলুটা কষানো হয়ে গেলে ১ কাপ ফোটানো জল তাতে দিয়ে আবার ১০ মিনিট লো ফ্লেমে ঢেকে রান্না করতে হবে।

  8. 8

    ১০ মিনিট পর ঝোলটাও বেশ খানিকটা টেনে যাবে আর তেলটাও উপরে ভেসে আসবে । তবে একটু জোল করেই নামাতে হবে কেননা ঠান্ডা হলে ঝোল আলুতে টেনে নেয় । তাহলেই তৈরি কাশ্মীরি দম আলু । এবার নান, লুচি অথবা ভাতের সাথে পরিবেশন করুন ।

  9. 9

    আমি সাজানোর জন্য এখানে ধনেপাতা কুচি দিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15729055
Kolkata

Similar Recipes