কাশ্মীরি দম আলু(Kasmiri dum alu recipe in bengali)

Subhoshree Das
Subhoshree Das @subhoshree199493
Dankuni

#GA4
#Week6
লুচি, কচুরি বা পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই নিরামিষ আলুর দমের ভারী ভাব।

কাশ্মীরি দম আলু(Kasmiri dum alu recipe in bengali)

#GA4
#Week6
লুচি, কচুরি বা পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই নিরামিষ আলুর দমের ভারী ভাব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৩জন
  1. ৮ টি ছোট সাইজের আলু সিদ্ধ করা
  2. ২টো শুকনো লঙ্কা
  3. ১টি তেজ পাতা
  4. ৩টি ছোট এলাচ
  5. ১ইঞ্চি দারচিনি
  6. ৩-৪ টি লবঙ্গ
  7. ১/২চা চামচ গোটা জিরে
  8. ১/৮ চা চামচ হিং
  9. ২ টেবিল চামচ কাজু-চারমগজ বাটা
  10. ১ চা চামচ কাশ্মিরি লঙ্কা গুঁড়ো
  11. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  12. ২ টেবিল চামচ টক দই
  13. ১ টেবিল চামচ আদা বাটা
  14. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. ১/২ টেবিল চামচ চিনি
  16. ৪ টেবিল চামচ তেল
  17. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল দিয়ে সিদ্ধ আলু ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা,হিং,শুকনো লঙ্কা, তেজ পাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে ভেজে কাজু আর চার মগজ বাটা দিয়ে কষিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মিরি লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ফেটানো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে

  4. 4

    কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে আরো ২ মিনিট মতো নেড়ে চেড়ে পরিমান মতো ঈষৎ উষ্ণ জল আর নুন দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষন।

  5. 5

    ৫ মিনিট পর ঢাকনা খুলে চিনি আর গরম মশলা ছড়িয়ে গ্যাস বন্ধ করে ২ মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপর নামিয়ে নিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhoshree Das
Subhoshree Das @subhoshree199493
Dankuni

Similar Recipes